Mon Kemoner Jonmodin Lyrics

Mon Kemoner Jonmodin Lyrics By Mekhla Das Gupta. মন কেমনের জন্মদিন লিরিক্স


Song : Mon Kemoner Jonmodin
Singer : Mekhla Das Gupta 
Music: Ranajoy Bhattacharjee
Covered by: Rishi Panda

Mon Kaymoner Jonmodin Lyrics By Mekhla Das Gupta. Mon kaymoner jonmodin lyrics. Mon kemoner jonmodin lyrics. Keno roder moto hasle na song. Keno roder moto hasle na lyrics. Mon Kyamoner Jonmodin Lyrics. Mon Kyamoner Jonmodin Song Lyrics. Mon Kyamoner Jonmodin Song covered by Rishi Panda. Keno roder moto hasle na song lyrics.

মন কেমনের জন্মদিন গানটি গেয়েছেন মেখলা দাশগুপ্ত। গানটির সুরকার হলেন রণজয় ভট্টাচার্য। মন কেমনের জন্মদিন গানের কথা। কেন রোদের মতো হাসলছ না গানের কথা।

Mon Kemoner Jonmodin Song Lyrics In Bengali :


কেন রোদের মতো হাসলে না ?
আমায় ভালোবাসলে না ?
আমার কাছে দিন ফুরালেও, আসলে না ।

এই মন কেমনের জন্মদিন,
চুপ করে থাকা কঠিন,
তোমার কাছে খরস্রোতাও গতিহীন।

নতুন সকাল গুলো কপাল ছুঁলো তোমারি,
দূরে গেলেও এটাই সত্যি তুমি আমারি,
শুধু আমারই । ।

রোদের মতো হাসলে না ?
আমায় ভালোবাসলে না ?
আমার কাছে দিন ফুরালেও আসলে না ।

জলে ভেজা চোখ বোজা ঘুম খোঁজা ভোর,
নিশানা তির স্মৃতির ভীড় এলোমেলো ঘরদোর ।
জলে ভেজা চোখ বোজা ঘুম খোঁজা ভোর,
নিশানা তির স্মৃতির ভীড় এলোমেলো ঘরদোর ।

মেঘ আসে এলোকেশে ছুঁয়ে দিলেই সব চুপ ।
সেই মেঘ বালিকার গল্প হোক
শহর জুড়ে বৃষ্টি হোক
রোদ্দুর হোক আজ শুধুই তার ডাকনাম ।

পাতা ভরা শব্দ টুকরোরা
কালবৈশাখীর মতো মুখ চোরা
সব ভিজে যাক শুধু বেঁচে থাক অভিমান

নতুন সকাল গুলো কপাল ছুঁলো তোমারি
বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই
শুধু আমারই । ।

 মন কেমনের জন্মদিন লিরিক্স - মেখলা দাসগুপ্ত:


Keno roder moto hasle na
Amay bhalo basle na
Amar kache din furalo aslena
Ei mon kemoner jonmodin
Chup kore thaka kothin
Tomar kache khorosrotao gotihin
Notun sokal gulo kopal chinlo tomari
Tumi dure gele etao sotti
Tumi amari tumi amari .
326404665953066090

TRENDING NOW

326404665953066090