Moddhobitter Lockdown Lyrics by Tabib Mahmud
Moddhobitter Lockdown Song Lyrics In Bengali :
আমি তাকে চিনি না, সে তরুণ
পৃথিবী কে সচল রেখে
নিজেদের কষ্ট লুকিয়ে
অভিনয় করে বেঁচে থাকা
মধ্যবিত্ত তরুণ ।
আমার মতো তারও তরুণ জীবন তবে
কাঁধে তার পরিবার করে নির্ভর,
সে ঘাটে দিনভর করে ছোট চাকরি
রোজ ফেরি করে মালামাল করে বিক্রি ।
তার জীবন এখন
কচুপাতায় এক ফোঁটা জলের মতন
পুরো পরিবার তার করে হাহাকার,
আহা খাদ্যের অভাব
হাত পেতে খাওয়া তার নয়তো স্বভাব ।
কারো কাছে চায় না সে পায় না সে খাদ্য
তার দুঃখ ঘুচাবে আছে কার সাধ্য
জীবনের এই ধাপে পরাজিত সৈনিক
গৃহবন্দী হয়ে মারা যায় দৈনিক ।
খবরের কাগজটা জানে না এ সংবাদ
বরবাদ হয়েছে তা ক্ষুধার রাজ্যে ব্যথা,
ধুকে ধুকে মরে এটা তিক্ত সত্য
অসহায় বাবা নাম মধ্যবিত্ত ।
আহারে জীবন পানির মতন
সূর্যের আলোতেই শুকিয়ে গেলো,
আহারে জীবন নদীর মতন
সাগরের সাথে মিশে হারিয়ে গেলো ।
এই পৃথিবীতে যারা রেখেছে সচল
তারা মধ্যবিত্ত হয়ে হয়েছে অচল
এই দুর্যোগে ঘরে বসে আকাশের দিকে চেয়ে
বিধাতার তরে তারা ঝরায় বাদল ।
আহায় ব্যাথার গান শুনে কোন কানে ?
ক্ষুধার থেকে বড় তার সম্মান,
আমাদের গ্রাম গুলো পারেনা সে নিতে
তার ব্যাথায় বুকটা চিরে হয় খান খান ।
দুই মেয়ে এক ছেলে মা বাবা বৃদ্ধ
পরাজিত হয়ে সে ঘরে অবরুদ্ধ,
সঞ্চিত টাকাগুলো একে একে হলো শেষ
চিন্তায় মৃতপ্রায় হচ্ছে সে নিঃশেষ ।
কারো ঘরে কোটি টাকা বালিশে ঘুমায়
আর কারো যুগ কেটে যায় একটি জামায় ,
অসুস্থ পৃথিবীকে বুঝাতে হবে
সামাজিক ব্যবধান ঘুচাতে হবে ।
আহারে জীবন জলের মতন
সূর্যের আলোতেই শুকিয়ে গেলো,
আহারে জীবন নদীর মতন
সাগরের সাথে মিশে হারিয়ে গেলো ।
আপনার সামর্থ্য আছে কিন্তু
আপনার আত্মীয় কিংবা প্রতিবেশী
তাদের ঘরে আছে কি খাবার ?
এখনি সময় মানুষের পাশে দাঁড়াবার,
এখনই সময় নিজেকে মানুষ প্রমাণ করার ।
মধ্যবিত্তের লকডাউন লিরিক্স - তাবিব মাহমুদ :
Tobe kandhe tar poribar kore nirbhor
Se ghate dinbhor kore choto chakri
Roj feri kore malamaal kore bikri.