Ke Diyeche Bish Lyrics

    Ke Diyeche Bish Lyrics by Jayati Chakraborty


    • Song : Ke Diyeche Bish
    • Singer : Jayati Chakraborty
    • Music : Dr. Ratnadeep Chakraborty
    • Lyrics : Saikat Kundu
    • Music Label : Asha Audio

    Ke Diyeche Bish song is sung by Jayati Chakraborty. Music composed by Dr. Ratnadeep Das. The lyrics was written by Saikat Kundu. Music arranged by Prattyush Banerjee. Song Recorded, Mixed & Mastered by Goutam Basu.

    Ke Diyeche Bish Song Lyrics In Bengali :


    কে দিয়েছে বিষ ও চোখের জলে
    কে তোমাকে গেলো ছুঁয়ে,
    কে দিয়েছে বিষ ও চোখের জলে
    কে তোমাকে গেলো ছুঁয়ে ।

    কে তোমার বুকে সারারাত ছিল
    বিষাদের মতো শুয়ে ,
    কে এত আগুন জ্বালিয়েছে বলো
    কে এত পোড়ায় সই,
    চিরকাল শুধু  দোষী করে গেলে
    আমি নই, আমি নই ।
    কে দিয়েছে বিষ ও চোখের জলে ।

    কে তোমার পাশে পাশে সারাদিন
    ছায়ার গভীরে হাঁটে,
    কে গো চোখে চোখ হাতে হাত রাখে
    শরীরে শরীর মাখে ।
    কে তোমার পাশে পাশে সারাদিন
    ছায়ার গভীরে হাঁটে,
    কে গো চোখে চোখ হাতে হাত রাখে
    শরীরে শরীর মাখে ।

    কি পেয়েছ তুমি, কি দিয়েছে তাকে
    হিসাব মিলেছে কই,
    কতবার আমি তোমায় বলেছি
    আমি নই, আমি নই।
    কে দিয়েছে বিষ ও চোখের জলে । ।

    আরো আমি আছি আমার ভিতরে
    তোমার ভিতরে তুমি,
    এ বুকে উথলে উঠেছে আকাশ
    হৃদয় কি মৌসুমী ।
    আরো আমি আছি আমার ভিতরে
    তোমার ভিতরে তুমি,
    এ বুকে উথলে উঠেছে আকাশ
    হৃদয় কি মৌসুমী ।

    এই সারাবেলা ভালোবাসা খেলা
    এখনো পেলো না থই,
    না না তুমি নও, না না তুমি নও
    আমি নই , আমি নই ।

    কে দিয়েছে বিষ ও চোখের জলে
    কে তোমাকে গেলো ছুঁয়ে,
    কে তোমার বুকে সারারাত ছিল
    বিষাদের মতো শুয়ে ,
    কে এত আগুন জ্বালিয়েছে বলো
    কে এত পোড়ায় সই,
    চিরকাল শুধু  দোষী করে গেলে
    আমি নই, আমি নই ।
    কে দিয়েছে বিষ, কে দিয়েছে বিষ
    কে দিয়েছে বিষ ।

    কে দিয়েছে বিষ লিরিক্স - জয়তী চক্রবর্তী : 


    Ke Diyeche Bish o choker jole
    Ke tomake gelo chuye
    Ke tomar buke sararaat chilo
    Bishader moto suye

    Ke eto agun jaliyeche bolo
    Ke eto porai soi
    Chirokal sudhu doshi kore gele
    Ami noi ami noi
    Ke diyeche bish o choker jole
    Ke tomar pashe pashe saradin.