Char Deyaler Sahar Lyrics by Koushik Chakraborty
- Song: Char Deyaler Sahar
- Vocal : Koushik Chakraborty
Char Deyaler Sahar song is sung & composed by Koushik Chakraborty.
Char Deyaler Sahar Lyrics In Bengali :
চার দেয়ালে বন্দী আমার শহর
ঘুমিয়ে পড়েছে চেনা রাস্তার মোড়
বিষম অসুখে হঠাৎ এলো এই অবসর
কেটেছে নিঃসঙ্গতায় ছুঁতে না পাওয়ার যন্ত্রণায়
মুখ ঢেকেছে এ শহর
কাটে রাত ভোর, ব্যস্ততায়
চোখে ঘুম নেই তাদেরও
যারা আলো জ্বেলে রাখে এ শরীরে
বারবার হাত ধুয়ে নিতে হবে, আলো জ্বালাতেই
চার দেয়ালে বন্দি সময়
বন্দী এ শহর ।
হাতে হাত রেখে না চলার এ আয়োজন
ভাবনাটা কাদের এটাই ভাবার আছে প্রয়োজন
সংক্রমনের ছোঁয়াচে আগুনে কাঁপে শহর
নিঃসঙ্গতায় আর কটা দিন কিছু প্রহর
আরো কত চিঠি লেখা হবে
না দেখে গাওয়া যাবে, খামখেয়ালেই
দেয়াল ভরেছে মুখ বই আজ
বিকেলের নামাজ পড়া হয়নি একসাথে
চার দেয়ালেই এ কদিন আলোপাক আগামী
সতর্ক থাক শরীরী সভ্যতা
সঙ্গী এ শহর ।
চার দেয়ালের শহর লিরিক্স - কৌশিক চক্রবর্তী :
Char deyale bondi amar sohor
Ghumiye poreche chena rastar mor
Bishom osukhe hotat elo ei obosor
Keteche nisongotai chunte na paouyar jontronai
Mukh dekheche e sohor
Kate raat vor, byastotai.