Maya Cycle Lyrics

Maya Cycle Lyrics By Meghdol Band


• Song: Maya Cycle
• Band : Meghdol
• Album : Aluminium Er Dana
• Lyrics : Shibu Kumer Shill
• Composition : Rasheed Sharif Shoaib & Shibu Kumer Shill

Maya Cycle song is performed by Meghdol Band from Aluminium Er Dana album . The lyrics was written by Shibu Kumer Shill.

Maya Cycle Song Lyrics In Bengali :


দেখা যাক, দেখা
যতো দূর যেতে চায় যাক,
তুমি থাকো, রাখো
এই নাই হয়ে যাওয়া শূন্যস্থান,
হরিণের গা মায়া সাইকেল
নিঝুম বৃন্দাবন ।

রেখা, জলের মতো একা
দেখি কতদূর সয় , কেমন করে রয় ।
রাখো এইখানে হাত, সাত আর পাঁচ
তবে চল ভেবে দেখা যাক ।

পথের দৃশ্য শেষে
কিছু ছবির মতো দিন,
পাতার সংসার কিছু আলোর ইশারা,
পাতার সংসার কিছু আলোর ইশারা ।
ঘুমের রেস্তোরা, রাখো এইখানে ঠোঁট ,
নির্লোভ, জমে থাকা ভোর,
হরিণের গা মায়া সাইকেল
নিঝুম বৃন্দাবন. .

দেখা যাক, দেখা
যতো দূর যেতে চায় যাক ,
তুমি থাকো, রাখো
এই নাই হতে যাওয়া শূন্যস্থান ।

মায়া সাইকেল লিরিক্স - মেঘদল - অ্যালুমিনিয়ামের ডানা :


Dekha jak, dekha
Joto dur jete chaay jaak
Tumi thako, rakho
Ei nai hoye jaouya shunnosthan
Horiner gaa maya cycle
Nijhum brindabon
Rekha joler moto eka
Dekhi kotodur soy , kemon kore Roy
Rakho eikhane haat saat ar panch
Tobe cholo vebe dekha jak
Pother drissho sheshe
Kichu chobir moto din
Patar songshar kichu alor ishara
326404665953066090

TRENDING NOW

326404665953066090