Icche Puron Lyrics

Icche Puron Lyrics by Shawon Gaanwala and Anisha


• Song : Icche Puron
• Drama : Bujh Balika Obujh Balok
• Vocal : Shawon Gaanwala & Atiya Anisha
• Tune : & Composition : Sajid Sarker
• Lyrics : Asif Iqbal
• Cinematographer : Ridyo Sarker
• Edit : Jobayer Abir Peal
• Direction : Mizanur Rahaman Aryan
• Producer : Shahriar Shakil
• Production : Alpha-i
• Label : Gaanchill Music

Icche Puron Song Lyrics In Bengali:


চলো স্বপ্ন বুনি ,
ভালোবেসে তারা গুনি
চলো যৌথ বাঁচি,
তুমি আমি যাই আছি ।
ভালোবেসে থেকে যাই কাছাকাছি।

এ জীবন হয়ে যাক ও জীবন
হোক তবে ইচ্ছেপূরণ,
শুরু হোক অন্যরকম, জীবন যাপন ।

চলো সুখে থাকি, সুখে রাখি
পৃথিবী যেভাবে আমাদের রাখে।
ও.. মান অভিমানে আহ্বানে
সময় আমাদের যেখানে রাখে,
চলো ভোর দেখি, রাত জাগি
জোছনা হৃদয়ে মেখে ।

এই মন ছুঁয়ে যাক ওই মন
হোক তবে ইচ্ছেপূরণ,
এ জীবন ছুঁয়ে যাক ও জীবন ।

এ জীবন হয়ে যাক ও জীবন
হোক তবে ইচ্ছেপূরণ,
শুরু হোক অন্যরকম, জীবন যাপন ।

এই কাছে থাকি, দূরে যাই
অথৈ আবেগের নদীতে ভেসে,
ও হো শুধু ডাকাডাকি মাখামাখি
অতল অনুভূতি ছুঁয়ে এসে
চলো চোখ বুজে কথা শুনি
হারিয়ে জড়িয়ে থেকে ।

এ জীবন হয়ে যাক ও জীবন
হোক তবে ইচ্ছেপূরণ,
শুরু হোক অন্যরকম, জীবন যাপন ।

এই মন ছুঁয়ে যাক ওই মন
হোক তবে ইচ্ছেপূরণ,
এ জীবন ছুঁয়ে যাক ও জীবন ।

ইচ্ছে পূরণ লিরিক্স - শাওন গানওয়ালা, অনিসা  :


Cholo shopno buni
Valobeshe tara guni
Cholo joutho banchi
Tumi ami jai achi
Valobeshe theke jai kachakachi.

E jibon hoye jaak o jibon
Hok Tobe icche puron
Shuru hok onnorokom jibon japon.

Cholo sukhe thaki, sukhe rakhi
Prithibi jevabe amader rakhe
O..man ovimane ahobane
Somoy amader jekhane rakhe
Cholo vor dekhi , rat jagi
Jochna hridoye mekhe.
326404665953066090

TRENDING NOW

326404665953066090