Haste Dekho Gaite Dekho Lyrics

Haste Dekho Gaite Dekho Lyrics by Ayub bachchu


• Song : Haste Dekho
• Lead vocal & Lead guitar : Ayub Bachchu
• Lyrics : Latiful Islam Shibli
• Drums : Manam Ahmed
• Keyboards : Manam Ahmed

Haste Dekho Gaite Dekho song is sung by Ayub bachchu. The lyrics was written by Latiful Islam Shibli. The female version of this song is sung by Somlata Acharyaa Chowdhury.

Haste Dekho Gaite Dekho Lyrics In Bengali:


হাসতে দেখো, গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো ,
দেখো না কেউ হাসি শেষে নীরবতা ।
হাসতে দেখো, গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায়  দেখো,
দেখো না কেউ হাসি শেষ নীরবতা ।

বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যথা ,
চেনার মতো কেউ চিনলো না
এই আমাকে ।

আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে
আমার চোখের কোণে নোনা ছবি আঁকে,
আমার গল্প শুনে হয় আলোকিত উৎসব
গল্প শেষে আমি আঁধারের মতো নীরব ,
নিজেকে ঢেলে আমি কত সুখ দিলাম. .
বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যথা ,
এই আমাকে ।

আমার গানে আঁকা নির্ঘুম অনেক প্রহর
আমায় চেনে জোনাকি ছেড়ে নীরব শহর ,
ডাকার কথা যাদের ডাকেনি কেউ কাছে
নিঃসঙ্গ এই আমি পুড়েছি মোমের আঁচে,
আমার মাঝে আমি যেন শুধু লুকায়. .

বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যথা ,
চেনার মতো কেউ চিনলো না
এই আমাকে ।

হাসতে দেখো, গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো ,
দেখো না কেউ হাসি শেষে নীরবতা ।

বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যথা ,
চেনার মতো কেউ চিনলো না
এই আমাকে ।

হাসতে দেখো গাইতে দেখো লিরিক্স - আইয়ুব বাচ্চু :


Haste dekho gaite dekho
Onek kothay mukhor amay dekho
Dekho na keu hasi seshe nirobota
Bojhe na keu toh chinlo na
Khoje na amar ei bytha
Chenar moto keu chinlo na, ei amake

326404665953066090

TRENDING NOW

326404665953066090