Chander Shohor Lyrics By Taalpatar Shepai

  • Song: Chander Shohor
  • Vocal/Composer: Pritom Das
  • Lyrics: Kritee Roy
  • Arrangement: Taalpatar Shepai

Chander Shohor song is sung & composed by Pritom Das. Lyrics written by Kritee Roy. Chander Shohor Song is performed by Taalpatar Shepai band.

Chander Shohor Song Lyrics in Bengali:


যদি যাও তুমি চাঁদের শহর,
আমাকেও সাথে নিও ।
অজানার দিকে যে পথ লুকোনো,
তার চাবি টুকু খুঁজে দিও ।

থোড় বড়ি খাড়া ধারাপাতে
প্রতিদিন সাধারণ ।
মাঝে শুধু চায়ে চুমুকে,
তর্কের দাবানল ।

যদি জানো তুমি চাবির হদিশ,
চলো পালাবো খুব ভোরে ।
নবাগত কোনো পথের কোলাজে আনা
বিস্তৃত ম্যাপ ধরে ।
বেঁচে থাকাটুকু ঘার ধরে জানার ইচ্ছে
করে নিলাম ।
আজ যেতে যেতে তাদেরকেই
অপহরণে সায় দিলাম ।

চিঠি না লিখে বেরিয়ে পড়ি চলো,
পাখিদের গান গায় ।
দমবন্ধ জীবনটাকে তুমি,
করে রেখে যেও বিদায় ।

রুটিনের নেশা কাটিয়ে খুঁজি চলো,
সেই মধু মাস ।
তুমি কম্প্যাসে চোখ রাখো,
আর আমি হবু কলম্বাস ।

যদি যাও তুমি চাঁদের শহর,
আমাকেও সাথে নিও ।
অজানার দিকে যে পথ লুকোনো,
তার চাবি টুকু খুঁজে দিও ।

থোড় বড়ি খাড়া ধারাপাতে
প্রতিদিন সাধারণ ।
মাঝে শুধু চায়ে চুমুকে,
তর্কের দাবানল ।

Chander Shohor Lyrics:


Jodi jao tumi chander shohor,
Amakeo sathe nio.
Ojanar dike je poth lukono,
Tar chabi tuku khunje dio.

Thor bori khara dharapaate,
Protidin sadharon.
Majhe shudhu chaye chumuke
Torker dabanol.
326404665953066090

TRENDING NOW

326404665953066090