Chander Shohor Lyrics By Taalpatar Shepai
- Song: Chander Shohor
- Vocal/Composer: Pritom Das
- Lyrics: Kritee Roy
- Arrangement: Taalpatar Shepai
Chander Shohor song is sung & composed by Pritom Das. Lyrics written by Kritee Roy. Chander Shohor Song is performed by Taalpatar Shepai band.
Chander Shohor Song Lyrics in Bengali:
যদি যাও তুমি চাঁদের শহর,
আমাকেও সাথে নিও ।
অজানার দিকে যে পথ লুকোনো,
তার চাবি টুকু খুঁজে দিও ।
থোড় বড়ি খাড়া ধারাপাতে
প্রতিদিন সাধারণ ।
মাঝে শুধু চায়ে চুমুকে,
তর্কের দাবানল ।
যদি জানো তুমি চাবির হদিশ,
চলো পালাবো খুব ভোরে ।
নবাগত কোনো পথের কোলাজে আনা
বিস্তৃত ম্যাপ ধরে ।
বেঁচে থাকাটুকু ঘার ধরে জানার ইচ্ছে
করে নিলাম ।
আজ যেতে যেতে তাদেরকেই
অপহরণে সায় দিলাম ।
চিঠি না লিখে বেরিয়ে পড়ি চলো,
পাখিদের গান গায় ।
দমবন্ধ জীবনটাকে তুমি,
করে রেখে যেও বিদায় ।
রুটিনের নেশা কাটিয়ে খুঁজি চলো,
সেই মধু মাস ।
তুমি কম্প্যাসে চোখ রাখো,
আর আমি হবু কলম্বাস ।
যদি যাও তুমি চাঁদের শহর,
আমাকেও সাথে নিও ।
অজানার দিকে যে পথ লুকোনো,
তার চাবি টুকু খুঁজে দিও ।
থোড় বড়ি খাড়া ধারাপাতে
প্রতিদিন সাধারণ ।
মাঝে শুধু চায়ে চুমুকে,
তর্কের দাবানল ।
Chander Shohor Lyrics:
Jodi jao tumi chander shohor,
Amakeo sathe nio.
Ojanar dike je poth lukono,
Tar chabi tuku khunje dio.
Thor bori khara dharapaate,
Protidin sadharon.
Majhe shudhu chaye chumuke
Torker dabanol.