Briddhashram Lyrics

Briddhashram Lyrics by Nachiketa Chakraborty

🎵 Song  Briddhashram
🎤 Singer  Nachiketa Chakraborty
🎼 Music  Nachiketa Chakraborty
✍️ Lyricist  Nachiketa Chakraborty
🎥 Album  Briddhashram
📅 Released  July 1, 2001
💽 Genre  Bengali Modern Song

About the Song

“Briddhashram” Song Lyrics beautifully reflect nostalgia, human emotions, and the bittersweet moments of life. This iconic Bengali track is sung by Nachiketa Chakraborty, who also composed the music and wrote the lyrics. The song was released on July 1, 2001 as part of the album Briddhashram.

Briddhashram explores themes of aging, love, and memories, connecting deeply with listeners of all ages. It is considered one of Nachiketa Chakraborty’s soulful masterpieces.

If you are looking for the complete Briddhashram Song Lyrics in Bengali and English transliteration, both versions are provided below so that every listener can enjoy and sing along.

“বৃদ্ধাশ্রম” একটি হৃদয়স্পর্শী বাংলা গান। এটি গেয়েছেন নচিকেতা চক্রবর্তী, যিনি গানটির সুর এবং কথাও রচনা করেছেন। ২০০১ সালে প্রকাশিত বৃদ্ধাশ্রম অ্যালবামের এই গানটি শ্রোতাদের মধ্যে গভীর প্রভাব ফেলে। এখানে আপনি পাবেন বৃদ্ধাশ্রম গানটির লিরিক্স এবং ইংরেজি ট্রান্সলিটারেশন।

Briddhashram Song Lyrics In Bengali

🎶 বৃদ্ধাশ্রম | Briddhashram Song Lyrics

ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায়না দেখা এপার ওপার ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায়না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামী দামী সব চেয়ে কম দামী ছিলাম একমাত্র আমি। ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি, ঘড়ি, ছড়ি বিদেয় হল তাড়াতাড়ি ছেড়ে দিল, কাকে খেলো পোষা বুড়ো ময়না স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারতো নাকো খোকা বলতাম, আমি না থাকলে রে কী করবি বোকা? ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে খোকা বোধহয় আর কাঁদেনা, নেই বুঝি আর মনে ছোট্টবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে দুহাত আজো খোঁজে ভুলে যায় যে একদম আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। খোকারও হয়েছে ছেলে দুবছর হলো আর তো মাত্র বছর পঁচিশ, ঠাকুর মুখ তোলো একশো বছর বাঁচতে চাই, এখন আমার ষাট পঁচিশ বছর পরে খোঁকার হবে ঊনষাট আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি খোকা আমি দুজনেতে থাকব পাশাপাশি সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম মুখোমুখি আমি খোকা আর বৃদ্ধাশ্রম।

Briddhashram Song Lyrics in English Transliteration 


Chele amar mosto manush mosto officer
Mosti flat -e jaina dekha epar opar
Chele amar mosto manush mosto officer
Mosti flat -e jaina dekha epar opar

Nanan rokom jinis ar asbab dami dami
Sobcheye kom dami chilam ekmatroami
Cheler amar amar proti ogadh somvrom
Amar thikana tai briddhashram.

Amar byaboharer sei almari ar ayna
Osob naki bes purono flat -e rakha jay na
Amar byaboharer sei almari ar ayna
Osob naki bes purono flat -e rakha jay na.

Or babar chhobi, ghori, chhori bidey holo taratari
Chhere dil, kake khelo posha buro moina
Swami stri ar Alseshian jaiga boro-i kom
Amar thikana tai bridhashram.

Nije hate bhat khete parto nako khoka
Boltam, ami na thakle re ki korbi boka?
Thont phuliye kandto khoka amar kotha shune
Khoka bodhoy ar kandena, nei bujhi ar mone

Chhottobelay shopno dekhe uthto khoka kende
Duhat diye buker kache rekhe ditam bendhe
Duhat aajo khoje bhule jay je ekdom
Amar thikana ekhon bridhashram.

Khokar-o hoyeche chele dubochor holo
Ar to matro bochor panchish, thakur mukh tolo
Eksho bochor bachte chai, ekhon amar shat
Panchish bochor pore khokar hobe unshat

Ashramer ei ghorta chhoto, jaiga onek beshi
Khoka ami dujonete thakbo pasapashi
Sei dintar shopno dekhi bhishon rokom
Mukhomukhi Ami khoka ar briddhashram.
326404665953066090
326404665953066090