Aaj Mithye Mithye Sobkichu Lyrics By Madhurima
Song: Aaj Mithye Mithye SobkichuSinger: Madhurima Roy Chowdhury
Music & Lyrics: Pratik Kundu
The Bong Studio Originals present
Aaj Mithye Mithye Sobkichu song is sung by Madhurima. Music composed by Pratik Kundu. He also wrote the Lyrics.
Aaj Mithye Mithye Sobkichu Song Lyrics in Bengali:
আজ মিথ্যে মিথ্যে সবকিছু,
তাই নিচ্ছে নিচ্ছে মন পিছু ।
চোখে ঘুম নামে না,
চেনা সব হয় অচেনা ।
কিছু কিছু স্বপ্ন ভেসে আসে,
আজ ভাসিয়ে নিচ্ছে সে আমাকে ।
আজ এ ঝড় থামে না,
চোখে ঘুম নামে না ।
আজ এ মন একলা,
অপেক্ষায় তোমার দাঁড়িয়ে, দাঁড়িয়ে...
আজ এই ঝড়ে, আজ তোর ঘরে
তোকে কে নিয়ে যায় ।
আজ করলে ভুল, ধরি তোর আঙুল
তোকে কে সামলায় ।
বল গন্ধ কার লেগে আছে জামায়...
আজ এই ঝড়ে, আজ তোর ঘরে
তোকে কে নিয়ে যায় ।
আজ করলে ভুল, ধরি তোর আঙুল
তোকে কে সামলায় ।
আজ এই ঝড়ে, আজ তোর ঘরে
তোকে কে নিয়ে যায় ।
বল পড়ছে নাকি মনে আর আমায়...
আজ ফিরতে ফিরতে চায় পিছু,
তবু জমছে অভিমান কিছু ।
তোর আমার মাঝে অকারন,
আজ হাজার হাজার বারণ ।
আজ এ মন একলা,
অপেক্ষায় তোমার দাঁড়িয়ে, দাঁড়িয়ে...
আজ মিথ্যে মিথ্যে সবকিছু লিরিক্স:
Aaj Mithye Mithye Sobkichu,
Tai nichchhe nichchhe mon pichhu.
Chokhe ghum namey na,
Chena sob hoy ochena.
Kichhu kichhu swopno bhese asey
Aaj bhasiye nicche sey amake
Aaj e jhor thame na
Chokhe ghum namey na.
Aaj e mon ekla
Opekkhay tomar danriye...