Tumi Thako Kotodure Lyrics

Tumi Thako Kotodure Lyrics By Minar

Song: Tumi Thako Kotodure
Singer: Minar
Lyrics: Mehedi Hasan Limon
Music: Marcell
Label: CMV
Drama: Protidin
Cast: Afran Nisho, Mehazabien Chowdhury

Tumi Thako Kotodure song is sung by Minar Rahman. This song is from the Valentine Drama "Protidin". Music composed by Mehedi Hasan Limon. Lyrics written by Marcell.

Tumi Thako Kotodure Song Lyrics in Bengali:


তুমি থাকো কতদূরে,
তবু তোমার নাম ধরে,
আমার দিন কেটে যায় ।
আবার ভোর হয়ে যায়,
ফোটে নতুন আলো,
কীভাবে থাকি বলো?
একলা একা, বুকটা ফাঁকা ।

তুমি ছাড়া, আমি একা
এই ভালো ।
তুমি ছাড়া, একা কী করে
থাকি বলো ।

স্বভাব তোমার বদলে যাবে,
এটাই ছিল হওয়ার ।
স্মৃতির ব্যথা সইছি একা,
দোষ কি আমার একা?

কত আলোর মশাল চারপাশ
আমার আকাশ অন্ধকার
শত নীরবতা সঙ্গী করে
কাঁদে বুকে হাহাকার

তুমি ছাড়া, আমি একা
এই ভালো ।
তুমি ছাড়া, একা কী করে
থাকি বলো ।

শত নির্ঘুম রাত কেটে যায়
কষ্ট বুকে ধরে ।
ভেতরের আর্তনাদ, তুমি বুঝবে বলো
কী করে?

কত আলোর মশাল চারপাশ
আমার আকাশ অন্ধকার
শত নীরবতা সঙ্গী করে
কাঁদে বুকে হাহাকার

তারা রা রা রা... রা রা রা
তারা রা...

তুমি ছাড়া, আমি একা
এই ভালো ।
তুমি ছাড়া, একা কী করে
থাকি বলো ।

তুমি থাকো কতদূরে লিরিক্স মিনার রহমান:


Tumi Thako Kotodure,
Tobu tomar naam dhore,
Amar din ketey jaai.
Abar bhor hoye jai,
Photey notun aalo,
Kibhabe thaki bolo?
Ekla eka, bukta phanka.

Tumi chhara, ami eka
Ei bhalo.
Tumi chhara, eka ki kore
Thaki bolo.
326404665953066090

TRENDING NOW

326404665953066090