Tumi Sudhu Amar Lyrics by Imran and Puja
Tumi Sudhu Amar Song Lyrics In Bengali:
জানি তোমাকে ছাড়া কিছু মন ভাবে না।
যেভাবে দূর আকাশে মেঘেরা ভাসে
পাগল এ রং ছড়িয়ে ফুলেরা হাসে।
তুমি মিশে একাকার
হৃদয়ের গভীরে আমার,
আমি বলি বারেবার
তুমি শুধু আমার, একজীবনে।
রাত জাগা চাঁদ দুহাতে, ঢেলেছে জোছনা
একমুঠো নীল তারাতে কবিতা রচনা।
এ যেনো এক সুখেরই শুভ সূচনা
প্রেমেরই গেয়ে এসো দুজন।
তুমি মিশে একাকার
হৃদয়ের গভীরে আমার,
আমি বলি বারেবার
তুমি শুধু আমার, একজীবনে।
যায় চলে যায় সময়ের ঘড়িটা গড়িয়ে
মন আবেগে তোমাকে নিয়েছে জড়িয়ে।
পৃথিবী আজ হেসেছে আলো ছড়িয়ে
দুজন আজ মিলেছে বাধা সরিয়ে।
তুমি মিশে একাকার
হৃদয়ের গভীরে আমার,
আমি বলি বারেবার
তুমি শুধু আমার, একজীবনে।
তুমি শুধু আমার লিরিক্স - ইমরান, পূজা :
Jani tomake chara kichu mon vabe na
Jevabe dur akashe meghera bhase
Pagol e rong choriye phulera base
Tumi mishe ekakar
Hridoyer govire amar
Ami boli barebar
Tumi sudhu amar, ekjibone .