Tor Hote Chaai Lyrics

Tor Hote Chaai Lyrics by Mirchi Ayantika & Mirchi Deep & Pratik


Song : Tor Hote Chaai
Singer : Mirchi Ayantika & Mirchi Deep & Pratik
Composed & Written by : Pratik Kundu
Music Arrangements : Pratik Kundu
Mix & Master : Sayak Hazra
Recording : Dharoon Studio

Tor Hote Chaai Lyrics In Bengali :


আমার সবকটা রাতের শেষে তুই
আর আমার গল্পের বাঁকে বাঁকে
আমার রাতের শহরে জেগে তুই,
বেনামী স্বপ্নদের ডাকে,
আমার সবকটা রাতের শেষে তুই।
আর আমার গল্পের বাঁকে বাঁকে
আমার রাতের শহরে জেগে তুই
বেনামী স্বপ্নদের ডাকে ।
অনুভূতি দিয়ে যাস আজ আমায় তুই গানে গানে
কিছু কথা বলে যাস আজ আমায় তুই কানে কানে।

আমি তোর হতে চাই আমি তোর হতে চাই
আমি  তোর হতে চাই শুধু
আমি তোর হতে আছি আমি তোর হতে চাই
আমি তোর হতে চাই শুধু ।

এর সাথে ছবি পোস্ট লেখা গুড মর্নিং
খোলা চুলে লাগছিল কিউট অ্যান্ড চার্মিং ।
মেলে দিল ইচ্ছেডানা ভুলে নাম ঠিকানা
আজ হারিয়ে ফেলেছি আমি নিজেকেই ডার্লিং
ডাকছি আমি এক্সকিউজ মি মিস
এত মিষ্টি কেনো হবে ডায়াবেটিস
আজ রাখবি কি আমার একটা wish
তোর কল্পনার আকাশে জায়গা দিস
শুধু ছেড়ে আমাকে দূরে যাসনা প্লিজ
ভুল ত্রুটি ক্ষমা করে শুধু মানিয়ে নিস
তোর আঘাতে বোলাবে হাত জেন্টল হ্যান্ড
তোর প্রেমিক পুরো হ্যাঁ পুরো জেন্টল ম্যান
পা মাটিতে বাস্তবে, আর মন খোঁজে কল্পনা
ভাবি তত বেশি, যতো ভাবি ভাববোনা
পাগল মাতাল করেছে আমায় যে
তোর চুলের সে গন্ধটা খুব চেনা ।
রন্ধ্রে রন্ধ্রে আমার, নীড
ছেড়ে যাবনা কখনো, বিলিফ
You are the oxygen, টানা ব্রিদ
আমি অ্যাডাম, তুমি আমার ইভ ।

আমি তোর হতে চাই আমি তোর হতে চাই
আমি  তোর হতে চাই শুধু
আমি তোর হতে আছি আমি তোর হতে চাই
আমি তোর হতে চাই শুধু ।

হাতে তোর হাত, পা আমার টলমল
কল্পনা বাস্তব সবটাই অগোছালো
মেঘলা দিনের একটুকরো রোদের হাসি
তুমি কে আমার আমি কিভাবে বোঝাবো বলো
এসো কল্পনার দেশে এক পরির বেশে
সব কথার শেষে, আজকে ভালোবেসে
তোমার কোলে আমার মাথা
আর আমার মনে তোমার কথা
আমার যেটুকু ভালো সব তোমার জন্য
যতো অভ্যেস বাজে, তার বারণ তুমি
আর তোমার জন্যে লেখা কল্পনাতে
আমি হারিয়ে থাকি তার কারণ তুমি
তোমার ছোঁয়ার জাদু আমায়
কাবু করে ফেলে, মনের কোণে
আপন মনে বলে চলে
আদরে সাজায়, দুচোখে হারায় ।

তোর হতে চাই শুধু তোর হতে চাই
তোর হতে চাই আমি তোর হতে চাই আমি
তোর হতে চাই শুধু, আমি তোর হতে চাই আমি
তোর হতে চাই, আমি তোর হতে চাই শুধু

আমি তোর হতে চাই আমি তোর হতে চাই
আমি  তোর হতে চাই শুধু
আমি তোর হতে আছি আমি তোর হতে চাই
আমি তোর হতে চাই শুধু ।

তোর হতে চাই লিরিক্স :


Amar sobkota taste seshe tui
Ar amar golper bake bake
Amar raater sohore jege tui
Benami swopno der dake
Amar sobkota raater seshe tui
Ar amar golper bake bake
Amar raater sohore jege tui

326404665953066090

TRENDING NOW

326404665953066090