Toke Dekhle Shudhu Ekti Bar Lyrics by Akash Mahmud from Bir
Toke Dekhle Shudhu Ekti Bar Lyrics In Bengali:
নেভেনা সে বারে দ্বিগুন।
সব ব্যাথা যাই ভুলে যাই,
যদি তোকে দেখতে পাই।
তোকে দেখলে শুধু একটিবার,
মুছে যাইরে সকল অন্ধকার।
তোকে দেখলে শুধু একটিবার,
মুছে যাইরে সকল অন্ধকার।
হয়েছে এই মন উতলা এখন
ভালোবাসি হায় তোকেই ভীষণ
তুই ছাড়া কে আছে আমার?
তোকে দেখলে শুধু একটিবার,
মুছে যাইরে সকল অন্ধকার।
তোকে দেখলে শুধু একটিবার,
মুছে যাইরে সকল অন্ধকার।
তোরই নেশায় যাচ্ছি পুড়ে,
ডুবে আছি অচীন সুরে।
তোরই নেশায় যাচ্ছি পুড়ে,
ডুবে আছি অচীন সুরে।
দেখনা তুই চোখ ঝরছে অঝোরে
ডেকে নেরে তুই আদরে আদরে
দূরে সরে যাসনারে আমার
তোকে দেখলে শুধু একটিবার,
মুছে যাইরে সকল অন্ধকার।
হাজার শত মুখের ভিড়ে
চাইছি আমি শুধুই তোরে,
হাজার শত মুখের ভিড়ে
চাইছি আমি শুধুই তোরে,
যতো বাধা দুনিয়াই,
থাকবো তোরই যাক যদি প্রানে যাই
তোকে নিয়ে স্বপ্ন যে হাজার।
তোকে দেখলে শুধু একটিবার,
মুছে যাইরে সকল অন্ধকার
হয়েছে এই মন উতলা এখন
ভালোবাসি হায় তোকেই ভীষণ
তুই ছাড়া কে আছে আমার?
তোকে দেখলে শুধু একটিবার,
মুছে যাইরে সকল অন্ধকার।
তোকে দেখলে শুধু একটিবার,
মুছে যাইরে সকল অন্ধকার।
তোকে দেখলে শুধু একটি বার লিরিক্স- আকাশ মাহমুদ:
Muche jaire sokol ondhokar
Toke Dekhle sudhu ekti bar
Muche jaire sokol ondhokar.
Hoyeche ei mon utola ekhon
Valobashi hai tokei vishon...