Shukno Golap Lyrics

Shukno Golap Lyrics by Nahid Hasan


• Song: Shukno Golap
• Singer: Nahid Hasan
• Lyrics: Nahid Hasan & Lutfor Hasan.
• Tune: Nahid Hasan
• Music: Amzad Hossain
• Cast: Lamima Lam & Khairul Basar
• Chief AD: Asif Mostaba
• Director: AI Masud
• DOP: BM Nazmul
• Label: Dhruba Music Station

Shukno Golap song is sung by Nahid Hasan. Music composed by Amzad Hossain.
The lyrics was written by Nahid Hasan & Lutfor Hasan. Starring : Lamima Lam & Khairul Basar.

Shukno Golap Lyrics In Bengali:


একদিন ডায়েরির পাতা থেকে
বের হবে শুকনো গোলাপ ।
সৌরভ থাকবে না জমাট
বাঁধবে বুকে মন খারাপ ।

একদিন ডায়েরির পাতা থেকে
বের হবে শুকনো গোলাপ ।
সৌরভ থাকবে না জমাট
বাঁধবে বুকে মন খারাপ ।

লুকিয়ে পড়বে তুমি পুরনো চিঠিগুলো
আঁকবে চুমু নীরবে ।
বেড়ে যাবে অভিমান, যখন সব স্মৃতি
সামনে এসে দাঁড়াবে ।

দীর্ঘশ্বাস গুলো ছুটবে দিকবিদিক
আমি তোমার লুকিয়ে রাখা প্রেমিক
আমি তোমার গুছিয়ে রাখা প্রেমিক ।
একদিন......

পরিচিত চেনা চোখে, অভিনয় হাসি মুখে
ভালো থাকার অভিযোগ চলমান ।
স্বপ্নরা চাপা থাকে, ধুলোমাখা প্রিয় তাকে
খোলা চুলে কানে বাজে প্রিয় গান ।

চুপচাপ মেনে নিয়ে, সব দোষ মেখে গায়ে
একা একা পুড়ে যাওয়া আগুনে ।
জোছনার রাত দেখা, অদৃশ্য মায়া শেখা
হাহাকার জমে আছে দুমনে ।
যা হবার হয়ে গেছে, ভেবোনা ঠিক বেঠিক
আমি তোমার লুকিয়ে রাখা প্রেমিক
আমি তোমার গুছিয়ে রাখা প্রেমিক ।

একদিন ডায়েরির পাতা থেকে
বের হবে শুকনো গোলাপ ।
সৌরভ থাকবে না জমাট
বাঁধবে বুকে মন খারাপ ।

লুকিয়ে পড়বে তুমি পুরনো চিঠিগুলো
আঁকবে চুমু নীরবে ।
বেড়ে যাবে অভিমান, যখন সব স্মৃতি
সামনে এসে দাঁড়াবে ।
দীর্ঘশ্বাস গুলো ছুটবে দিকবিদিক
আমি তোমার লুকিয়ে রাখা প্রেমিক
আমি তোমার গুছিয়ে রাখা প্রেমিক ।
আমি তোমার লুকিয়ে রাখা প্রেমিক
আমি তোমার গুছিয়ে রাখা প্রেমিক ।

শুকনো গোলাপ লিরিক্স - নাহিদ হাসান :


Ekdin dayrir pata theke
Ber hobe sukhno golap.
Sourav thakbe na jomat
Badhbe buke mon kharap.
Ekdin dayrir pata theke
Ber hobe sukhno golap.
Sourav thakbe na jomat
Badhbe buke mon kharap.

Lukiye porbe tumi purono chithigulo
Aakbe chumu nirobe.
Bere jabe abhiman, jokhon sob sriti
Samne ese darabe.
Dirghasasgulo chutbe dikbidik
Ami tomar lukiye rakha premik
Ami tomar guchiye rakha premik
Ekdin......
326404665953066090

TRENDING NOW

326404665953066090