Shei Chena Raasta Lyrics

Shei Chena Raasta Lyrics By Arko

Song: Shei Chena Raasta
Music, Vocal & Lyrics: Arko
Starring: Anindya Chatterjee, Antasheela Ghosh
Label: Zee Music Company

Shei Chena Raasta Song is a romantic track, sung by Arko. He also composed the music and wrote the Lyrics.

Shei Chena Raasta Song Lyrics in Bengali:


তোর শহরে ঘুমের ঘোরে
স্বপ্ন দেখা দায়,
মনটা রাস্তা নেয় বানিয়ে
নিবিড় কুয়াশায় ।

ছুটবে হাসি, ফুটবে কথা
নতুন ঠোঁটের গায় ।
রূপকথার ঐ exaggeration
সত্যি হয়ে যাবে প্রায় ।

হয়ে থতমত, ইচ্ছে কত শত
সাহস করে সঞ্চয় ।
যেন ডানা মেলে উড়ে যাবে সব ফেলে,
সত্যি এমনকি হয়?

সেই চেনা রাস্তা
ওওও...
হারিয়ে যাওয়া দায় ।
সেই চেনা রাস্তা
ওওও...
হারিয়ে যাওয়া দায় ।
সেই চেনা রাস্তা
ওওও...
নিজেকে খুঁজে পাওয়া চায় ।

দিনের শেষে, এক নিমেষে
দেখতে চাওয়ার টান ।
সঙ্গে হাঁটা, সঙ্গে থামা
সঙ্গে থাকার গান ।

হয়তো দূরে, রোদ দুপুরে
স্মৃতির কৌতুহল ।
ইচ্ছে নদী, ঝড় এসেছে
নৌকো ভরা জল ।

কাজ বেড়ে চলে
আর লোক দলে বলে
আমাকে আবছা বানায় ।
তোমার আঁখি দুটি,
আমার প্রিয় ছুটি;
আর যে পালাবো কোথায়?

সেই চেনা রাস্তা
ওওও...
হারিয়ে যাওয়া দায় ।
সেই চেনা রাস্তা
ওওও...
হারিয়ে যাওয়া দায় ।
সেই চেনা রাস্তা
ওওও...
নিজেকে খুঁজে পাওয়া চায় ।

সেই চেনা রাস্তা লিরিক্স:


Tor shohore ghumer ghore
Swopno dekha daaye.
Monta rasta nei baniye
Nibir kuashay.

Chhutbe hasi, phutbe kotha
Notun thonter gaaye.
Roopkothar oi exaggeration
Sottyi hoye jabe prai.

Hoye thotomoto, icche koto shoto
Sahos kore sonchoy.
Jeno dana mele urey jabe sob phele,
Sottyi emonki hoy?

Shei chena raasta
O o o...
Hariye jawa daaye.
326404665953066090

TRENDING NOW

326404665953066090