Raji Achi Lyrics by Raj Barman from Korapaak
Song : Raji Achi (রাজি আছি)Movie : Korapaak
Singer : Raj Barman
Music : Santajit Chatterjee
Lyricist : Pralay Sarkar
Director : Souradip Banerjee
Producer : Amir khan
Label : Times Music Bangla
Raji Achi song is sung by Raj Barman from Korapaak bengali movie. Featuring: Payel Sarkar and Saurav Das. Music composed by Santajit Chatterjee and the lyrics was written by Pralay Sarkar.
Raji Achi Song Lyrics In Bengali :
চুপি চুপি তোর হাতে
মন ভেজাবো দিনরাতে ,
লিখব বলে গল্পটা অল্প আলোতে ।
চোখে চোখে ইশারা
দিচ্ছে তোকে পাহারা,
বন্দি করে রেখে দেবোনা হারাতে।
একলা যখন আবেগী মন
বেখেয়ালে তোকেই চায়...
রাজি আছি কাছাকাছি
থাকবি যদি আয় চলে,
মিঠে রোদে স্বপ্ন মেখে
নীল পাহাড়ের আঁচলে,
আয় চলে..
আলোর পিয়ন হয়ে
মেঘেরা মিনার ছুঁয়ে
নেমে এলি এই হৃদয়ে।
বন্ধক রেখেছি মন
তোর হাতে আজীবন,
পালাবো বল কী উপায়ে।
একলা যখন আবেগী মন
বেখেয়ালে তোকেই চায়..
রাজি আছি কাছাকাছি
থাকবি যদি আয় চলে,
ও.. মিঠে রোদে স্বপ্ন মেখে
নীল পাহাড়ের আঁচলে,
আয় চলে..
রাজি আছি লিরিক্স - রাজ বর্মন:
Chupi chupi tor sathe
Mon vejabo din raate
Likhbo bole golpota olpo alote
Choke choke ishara
Dicche toke pahara
Bondi korey rekhe debona harate
Ekla jokhon abegi mon
Bekheyale tokei chai
Raji achi kachakachi
Thakbi jodi aay choley
Mithey rode swopno mekhe
Nil pahare ancholey say choley....