Ki Chomotkar Dekha Gelo Lyrics by Monir Khan
Song: Ki Chomotkar Dekha Gelo
Lyrics : Munshi Wadud
Music : Ahmed Sagir
Singer : Monir Khan
Film : Bir
Director : Kazi Hayat
Ki Chomotkar Dekha Gelo song is sung by Monir Khan. This song is from the movie Bir. Music composed by Ahmed Khan.
Ki Chomotkar Dekha Gelo Lyrics In Bengali:
কি চমৎকার দেখা গেলো
এক দেশে এক রাজা ছিল
প্রজাগণের জন্য রাজার কাঁদতো মনপ্রাণ ।
দরদি সেই রাজার কথাই করিবো বয়ান
হায়রে করিবো বয়ান ।
ওরে রাজাই করে রাজ্য শাসন
বইসা সিংহাসনে ।
শান্তি সুখে নির্বিপাতে ছিল প্রজাগণে
ছিল প্রজাগণে ।
আহা ডাইনে বায়ে ছিল রাজার কুচক্রী এক মহল।
সিংহাসনে পড়লো নজর কখন করবে দখল,
কখন করবে দখল ।
আহা সুযোগ বুইঝা ঘাতকেরা
একদিন নিশি রাতে
রাজারে বধ করলো হাইরে
তারা যে একসাথে, তারা একসাথে ।
হাইরে সিংহাসনে বসলো উজির
মিটলো মনের আয়েশ ।
পারিষদ বর্গ বলে আহা বেশ বেশ ।
রাজ্য জুড়ে উঠলো মাতম
কাঁদে পশু পাখি,
খোদার আরশ কাঁইপা ওঠে
দুঃখ কোথায় রাখি
দুঃখ কোথায় রাখি ।
ওরে যুগে যুগে এমনি কইরা
চলে রাজ্য শাসন ।
রক্তের হোলি খেলার মূল্য
দেয়রে প্রজাগণ দেয়রে প্রজাগণ ।
ওরে ইতিহাসের শিক্ষা হাইরে
কেও শোনেনা ভাই।
এইনা ইতিহাসের শিক্ষা
শোনোরে সবাই।
কি চমৎকার দেখা গেলো
আমার বয়ান শেষ হইল।
সালাম সালাম সালাম বইলা
বিদায়ও জানায়, হায়রে বিদায়ও জানায় ।
কি চমৎকার দেখা গেল লিরিক্স - মঞ্জির খান :
Ek deshe ek raja chilo
Projagoner jonno rajar kandto monpran.
Dorodi sei rajar kothai koribo boyan
Haire koribo boyan.
Ore rajai kore rajjo rajjo sason
Boisa singhasone.
Shanti sukhe nirbipate chilo projagone
Chilo projagone.
Aha daine baye chilo rajar
Kuchokri ek mohol.
Singhasone porlo nojor
Kokhn korbe dokhol,
Kokhn korbe dokhol.