Hariye Jawar Gaan Lyrics Paanch Phoron 2

Hariye Jawar Gaan By Akash Bhattacharya From Paanch Phoron 2

Song: Hariye Jawar Gaan
Singer: Akash Bhattacharya
Web Series: Paanch Phoron 2
Music: Riad Hasan
Lyrics: Aditya Saha

Hariye Jawar Gaan is from the web series "Paanch Phoron 2". This song is sung by Akash Bhattacharya. Music composed by Riad Hasan. Lyrics written by Aditya.

Hariye Jawar Gaan Lyrics in Bengali:


কোলাহল ক্রমে নীরব হবে,
চেনা মুখোশ গুলো পড়ে রবে ।
হাওয়া ঘোরে, ঘোরে পা, তারাও
থাকছে যারা, দেখছে তারা ।

দাঁড়িয়েছে আজ কার্নিশে,
পিছুটানের ডাক পাইনি সে ।
কথা ছিল বন্ধু পাবে,
আলোকবর্ষ দূরে উড়ে যাবে ।

হারিয়ে, হারিয়ে...
হারিয়ে যাওয়ার গান ।
হারিয়ে, হারিয়ে...
হারিয়ে যাওয়ার গান ।
হারিয়ে, হারিয়ে...
হারিয়ে যাওয়ার গান ।

চোখের কাপড় তুমি সরিয়ে নাও,
ভাবনাকে তুলি ধরিয়ে দাও ।
রংধনু যদি পাও খুঁজে,
আমার ছোঁওয়া তুমি পাবে বুঝে ।

যদি ছেড়ে যাই এ রাজধানী,
শিকড়েরা তাই সাবধানী ।
সব বাধা ভেঙে চল তারা গুনি,
আমি আছি না, এসো তুমি ।

হারিয়ে, হারিয়ে...
হারিয়ে যাওয়ার গান ।
হারিয়ে, হারিয়ে...
হারিয়ে যাওয়ার গান ।
হারিয়ে, হারিয়ে...
হারিয়ে যাওয়ার গান ।

হারিয়ে যাওয়ার গান লিরিক্স:


Kolahol krome nirob hobe,
Chena mukhosh gulo pore robe.
Hawa ghore, ghore paa, tarao
Thakchhe jara, dekhchhe tara.

Danriyechhe aaj karnishe,
Pichhutaan er daak paini sey.
Kotha chhilo bondhu pabe,
Alokborsho durey urey jabe.

Hariye, hariye...
Hariye Jawar Gaan.
326404665953066090

TRENDING NOW

326404665953066090