Harale Kothay Lyrics By Habib Wahid
Song: Harale KothaySinger: Habib Wahid
Music: Habib Wahid
Lyrics: Goonjohn Rahman
Cast: Habib & Mashiyat Mash
Harale Kothay song is sung & composed by Habib Wahid. Lyrics written by Goonjohn Rahman.
Harale Kothay song lyrics in Bengali:
তুমি ছাড়া এই দিন,
এই শহর যেন
বড় ফাঁকা লাগে;
তুমি কোথায়?
তুমি ছাড়া এই মন,
এই জীবন আমার
বড় একা লাগে;
তুমি কোথায়?
শূণ্য, বিষন্ন - তোমারই জন্য
সবই এলোমেলো;
তুমি নাই...
হারালে কোথায়, দূর অজানায়
খুঁজে যায় এ হৃদয় শুধু তোমায় ।
আড়ালে থেকে দেখা দাও আমায়,
তুমি হীন এই দিন কাটেনা আর ।
তুমি ছাড়া এই দিন,
এই শহর যেন
বড় ফাঁকা লাগে;
তুমি কোথায়?
কী যে করি হায়, সময় অসময়
সকল কাজে, মনের মাঝে
কী জানি কী যে খুঁজে ফিরি অযথাই ।
ভুলে যাওয়া গান, গোপন অভিমান
দুঃখের কথা, চাপা ব্যথা
এসবই কেন যানি মনে পড়ে যায় ।
আমার পৃথিবীর যা কিছু সবই,
শূণ্যতায় হারায় ।
তোমায় পাবনা, এ দূর ভাবনা
ঘিরে ফেলে হতাশায় ।
শূণ্য, বিষন্ন - তোমারই জন্য
সবই এলোমেলো;
তুমি নাই...
হারালে কোথায়, দূর অজানায়
খুঁজে যায় এ হৃদয় শুধু তোমায় ।
আড়ালে থেকে দেখা দাও আমায়,
তুমি হীন এই দিন কাটেনা আর ।
তুমি ছাড়া এই দিন,
এই শহর যেন
বড় ফাঁকা লাগে;
তুমি কোথায়?
হারালে কোথায় গানের কথা হাবিব ওয়াহিদ:
Tumi chhara ei din,
Ei shohor jeno
Boro phanka lagey;
Tumi kothay?
Tumi chhara ei mon,
Ei jibon amar
Boro eka lagey;
Tumi kothay?
Shunnyo bishonno - tomari jonnyo
Sobi elomelo,
Tumi nai...
Harale Kothay dur ojanay,
Khunje jai ei hridoy shudhu tomay.
Araal theke dekha dao amay,
Tumi hin ei din katena arr.