Harale Kothay Lyrics Habib Wahid

Harale Kothay Lyrics By Habib Wahid

Song: Harale Kothay
Singer: Habib Wahid
Music: Habib Wahid
Lyrics: Goonjohn Rahman
Cast: Habib & Mashiyat Mash

Harale Kothay song is sung & composed by Habib Wahid. Lyrics written by Goonjohn Rahman.

Harale Kothay song lyrics in Bengali:


তুমি ছাড়া এই দিন,
এই শহর যেন
বড় ফাঁকা লাগে;
তুমি কোথায়?

তুমি ছাড়া এই মন,
এই জীবন আমার
বড় একা লাগে;
তুমি কোথায়?

শূণ্য, বিষন্ন - তোমারই জন্য
সবই এলোমেলো;
তুমি নাই...

হারালে কোথায়, দূর অজানায়
খুঁজে যায় এ হৃদয় শুধু তোমায় ।
আড়ালে থেকে দেখা দাও আমায়,
তুমি হীন এই দিন কাটেনা আর ।

তুমি ছাড়া এই দিন,
এই শহর যেন
বড় ফাঁকা লাগে;
তুমি কোথায়?

কী যে করি হায়, সময় অসময়
সকল কাজে, মনের মাঝে
কী জানি কী যে খুঁজে ফিরি অযথাই ।

ভুলে যাওয়া গান, গোপন অভিমান
দুঃখের কথা, চাপা ব্যথা
এসবই কেন যানি মনে পড়ে যায় ।

আমার পৃথিবীর যা কিছু সবই,
শূণ্যতায় হারায় ।
তোমায় পাবনা, এ দূর ভাবনা
ঘিরে ফেলে হতাশায় ।

শূণ্য, বিষন্ন - তোমারই জন্য
সবই এলোমেলো;
তুমি নাই...

হারালে কোথায়, দূর অজানায়
খুঁজে যায় এ হৃদয় শুধু তোমায় ।
আড়ালে থেকে দেখা দাও আমায়,
তুমি হীন এই দিন কাটেনা আর ।

তুমি ছাড়া এই দিন,
এই শহর যেন
বড় ফাঁকা লাগে;
তুমি কোথায়?

হারালে কোথায় গানের কথা হাবিব ওয়াহিদ:


Tumi chhara ei din,
Ei shohor jeno
Boro phanka lagey;
Tumi kothay?

Tumi chhara ei mon,
Ei jibon amar
Boro eka lagey;
Tumi kothay?

Shunnyo bishonno - tomari jonnyo
Sobi elomelo,
Tumi nai...

Harale Kothay dur ojanay,
Khunje jai ei hridoy shudhu tomay.
Araal theke dekha dao amay,
Tumi hin ei din katena arr.
326404665953066090

TRENDING NOW

326404665953066090