Egiye Jao Lyrics

Egiye Jao Lyrics by Iman Chakraborty & Others


•Song : Egiye Jao
•Singers : Iman Chakraborty , Archita Mazumder, Aditi Chakraborty, Anushka Datta.
•Music composition & Arrangements : Nilanjan Ghosh
•Lyrics : Saikat Chattopadhyay
•Dubbing, Mixing & Mastering : Nilanjan Ghosh
•Production: A creative media production
•Concept & Executive : creative media production
•DOP: Nayan Mondal, Hiraan
•Edit: Hiranmoy Biswas

Egiye Jao Lyrics In Bengali:


আজও আকাশ তোমার গুরু
পৃথিবী তোমার বাড়ি,
প্রত্যয়ে বুক ঠুঁকে
ডিঙিয়ে পাহাড় সারি।
যেনো শক্তি অজেয় তোমার
তাই সবার ওপরে তুমি।
আছে ভরসা ভক্তি কপাট
আসলে তুমি জন্মভূমি

এসো বন্ধু, এগিয়ে যায় আরও পথ
(আজও আমরা সবাই রাজা)
চলো বন্ধু, ঠিকানা দেখিয়ে শপথ
(ঠিক মিলে যাবে লক্ষ্য যা যা)

চলো সব একসাথে এগিয়ে যায়
এসো একসাথে কিছু করে দেখায়
আগামী আজও আমাদের অপেক্ষায়

এগিয়ে যাও, কিছু করে দেখাও
এগিয়ে যাই, কিছু করে দেখাই
এগিয়ে যাও, কিছু করে দেখাও
এগিয়ে যাই, কিছু করে দেখাই

মনে স্বপ্ন পোষ্য সবার
কোনো নতুন ভোরের আবার
শোনো হাওয়া আজও দিগন্তে দেয় ডাক

দেখ আদপে সব মৃত
সবই স্মৃতি বিজড়িত
কেন ঘরে বসে থাকবে বলো আর

এগিয়ে যাও, কিছু করে দেখাও
এগিয়ে যাই, কিছু করে দেখাই
এগিয়ে যাও, কিছু করে দেখাও
এগিয়ে যাই, কিছু করে দেখাই

চেনো নিজেকে তুমি আজ
জীবন এক যুদ্ধ সাজ
সমবেত কুচকাওয়াজ থেমোনা...

কেন একলা ঘরের কোণ
এক জোট হলে মন
উঠে গড়বে দুর্গম পথ, নেমোনা...

এগিয়ে যাও, কিছু করে দেখাও
এগিয়ে যাই, কিছু করে দেখাই
এগিয়ে যাও, কিছু করে দেখাও
এগিয়ে যাই, কিছু করে দেখাই

এগিয়ে যাও লিরিক্স - ইমন চক্রবর্তী :


Aajo akash tomar guru
Prithibi tomar bari
Prottyoe buk thuke
Dingiye pahar sari
Jeno shokti ojeyo tomar
Tai sobar opore tumi
Ache vorsa vokti kopat
Asole tumi jonmovumi

Eso bondhu egiye jao aro poth
Aajo amra sobai raja
Cholo bondhu thikana dekhiye sopoth
Thik miley jabe lokkho ja ja.
326404665953066090

TRENDING NOW

326404665953066090