Boka Pahar Lyrics by Prajna from Shobdo Jobdo
Web Series: Shobdo Jobdo
Cast:
Rajat Kapoor
Paayel Sarkar
Subrat Dutta
Mumtaz Sorcar
Koushik Roy
Director: Sourav Chakraborty
Boka Pahar Song Lyrics in Bengali:
যেই না আঁকবে পাহাড়,
যেই না ঢালবে নদী ।
ছোট্ট পাতা বাহার,
কীভাবে রোদ লুকাবে ।
যেভাবে মেঘেরা ঘামে,
যেভাবে হাত ঠান্ডা হয় ।
তুমিতো হলদে খামে,
কী আর বলো পাঠাবে?
যা কিছু আর, যত ছিল বলার
সব মুলতবি হয়ে যাক ।
বোকা পাহাড় জানে সবই মায়ার,
শীত চাদরেও ঠান্ডা পাক ।
না, নানানানা নানা...
না, নানানানা নানা...
বোকা হওয়া যে সহজ নয়
বোকা হয়ে জানতে নেই ।
লুকানোতে যে সাহস চায়,
ভয় পেয়ে বলতে নেই ।
বরফেরা নেমে রাস্তায়,
থেমে হেসে যদি হাত মেলায় ।
বোকা পাহাড় জানে সবই হাওয়ার,
ভালোবাসা হোক অবেলায় ।
না, নানানানা নানা...
না, নানানানা নানা...
বোকা পাহাড় গানের লিরিক্স শব্দ জব্দ থেকে:
Jei na ankbe pahar,
Jei na dhalbe nodi.
Chhotto paata bahar,
Kibhabe roud lukabe.
Jebhabe meghera ghame,
Jebhabe haat thanda hoy.
Tumi toh holde khame,
Ki arr bolo pathabe?
Ja kichhu arr, joto chhilo bolar
Sob multubi hoye jaak.
Boka pahar jane sobi mayar
Sheet chadoreo thanda paak.