Beporowa Mon Lyrics

Beporowa Mon Lyrics by Mirchi Agni & Riishav


Song : Beporowa Mon
Singers: Mirchi Agni & Riishav
Lyrics : Abhiphsa Dutta
Music : Riishav & Pijush
Music Arrangements : Diptesh Chakraborty
Female Choir : Abhiphsa Dutta & Pragya Dutta.
Recorded, Mixed & Mastered : Gautam Debnath.

Beporowa Mon song is sung by Mirchi Agni & Rishav Guha. The lyrics was written by Abhiphsa Dutta & music composed by Riishav & pijush.

Beporowa Mon Lyrics In Bengali:


মন বেপরোয়া মন রাত জাগে শোন
ঘুম নিয়ে চোখ ,
হ্যাঁ তোরই কথার ইশারায়,
ঠিকানা খুঁজে বেড়ায়।

ঘুম হয়ে তুই আয় চোখের পাতায়,
তোরই ছায়ায় ঘুমোতে চাই
রাতের মায়ায় দূরের তারায়.....

তুই আলো মাখালি গায়
আমার শহর একা।
তোর গলিতেই আড্ডা ফেরত
শুধু মন খারাপ।

কফির কাপেও কমতে থাকে
উষ্ণতা নিম্নচাপ
আমার চেনা ফিরতি পথে
স্মৃতির চাদর রাখা।

রাত নামুক হঠাৎ তোর শহরে
ঘুমের ঘোরে স্বপ্ন গুলো
তোর আদরে গল্প জমা।

সব মন খারাপ যেনো নির্বাসন
আজও তোর প্রেমেই অবাধ্য মন,
ছুটি চাইছে সব স্মৃতির যাপন
হারানো সময়...

সেই মেঘলা দিন ছিল খুব রঙ্গিন
আজ ঝাপসা কাঁচ আমি অর্বাচীন
এই ঠোঁট লুকোই জমে  থাকা ঋণ ,
তোকে ভোলা দায়।....

তুই থাক এই গানের কথায়
বাকি থাক এই ঠোঁটের আলাপ।
তুই থাক আমার কবিতায়
জমা থাক শুধু শুকনো গোলাপ।

থাক আজ সব থাক কান্নার আঁচ
গাল ধুয়ে যাক,
জেগে থাকা রাত ডায়েরী সাজাক
তোরই নামের কবিতাই।

চোখ চেয়ে অপলক ফের দেখা হোক
ফিরে দেখা নয় নিয়ন আলোয়,
হলুদ মাখা চেনা রাস্তা....

বেপরোয়া মন লিরিক্স - মিরচি অগ্নি ও ঋষভ:


Mon beporoya mon raat jage son
Ghum niye chok,
Haan tor-i kothar isharai
Thikana khunje berai

Ghum hoye tui aay choker patai
Tor e chayai ghumote chai
Raater mayai durer tarai...

Tui alo makhali gaay
Amar sohor eka
Tor golitei adda ferot
Sudhu mon kharap..

Coffee r kapeo komte thake
Ushnota nimnochap
Amar chena firti pothe
Smirit chador rakha...






326404665953066090

TRENDING NOW

326404665953066090