Bayna Lyrics by Imran and Bristy
Bayna Song Lyrics In Bengali :
না থাকলে তুমি,
কত কথা আজও বাকি
বলবো যে আমি।
তুমি ছাড়া মন পুড়ে যায়
এই রাত বড়ো অসহায়,
জেনে শুনে তবুও মন
তোমাকেই শুধু চাই।
ভালোবাসা নয় কোনো বায়না
জোর করে পাওয়া যায় না,
তবুও চাওয়া কমে যাবার নয়
ভালোবাসা এমন বুঝি হয়।
আগুনে পুড়ে পুড়ে জেনেছি
প্রেমেরই আসল মানে,
তবুও যেনো পড়ে রয়েছি
তোমারই ভিষণ টানে।
যতই ভাবি ভুলে যাবো
তবুও মনে পড়ে,
তোমায় রাখি সারাটিক্ষন
আমার অন্তর জুড়ে।
ভালোবাসা নয় কোনো বায়না
জোর করে পাওয়া যায় না,
তবুও চাওয়া কমে যাবার নয়
ভালোবাসা এমন বুঝি হয়।
ভালোবেসে উজাড় হয়েছি
তবুও সাড়া কোনো মেলেনি,
পাহাড়-সম ব্যাথা সয়েছি
আশা তবু আজও ছাড়িনি ।
যতই ভাবি ভুলে যাবো
তবুও মনে পড়ে,
তোমায় রাখি সারাটিক্ষন
আমার অন্তর জুড়ে ।
ভালোবাসা নয় কোনো বায়না
জোর করে পাওয়া যায় না ,
তবুও চাওয়া কমে যাবার নয়
ভালোবাসা এমন বুঝি হয়।
বায়না লিরিক্স - ইমরান মাহমুদুল, বৃষ্টি :
Na thakle tumi,
Koto kotha aajo baki
Bolbo je ami.
Tumi chara mon purey jay
Ei raat boro asohai,
Jene sune tobuo mon
Tomakei sudhu chay.
Valobasha noi kono bayna
Jor kore pauya jay na,
Tobuo chauya kome jabar noi
Valobasha emon bujhi hoy.
Agune pure pure jenechi
Premeri asol mane,
Tobuo jeno pore royechi
Tomari vishon tane.