Shune Ne Lyrics Love Aaj Kal Porshu

Shune Ne Lyrics From Love Aaj Kal Porshu 

Song: Shune Ne
Singers: Dev Arijit, Nikhita Gandhi
Movie: Love Aaj Kal Porshu
Music: Arindom
Lyrics: Prasen
Cast: Arjun Chakraborty, Madhumita, Paoli Dam

Shune Ne song is from the movie "Love Aaj Kal Porshu". This song is sung by Dev Arijit & Nikhita Gandhi. Music composed by Arindom. Lyrics written by Prasen.

Shune Ne Son lyrics in Bengali:


শুনে নে, আমার হাঁটাহাঁটি
আমার পরিপাটি, ভয় ভয় ।

শুনে নে, আমার গল্প বলা
ভয় পাওয়ার ।

কেন, না বলা রাতে তে
জেগেছি আমি ।
ভাবালো ভেতরে ভেতরে যে
কার নাম, নাম ।
হুমম... নাম

কেন অচেনা শহরে,
সিঁড়ি ভেঙে নামি আমি ।
নিয়নে, পিওনে রেখে দিয়ে
তোর নাম, নাম ।

লুকোনো সে যে একপাশে
লুকিয়ে দেখবো সে আছে ।
জমানো কিছু ছবিগুলো আজও
ধাঁধার মতো ফিরে ফিরে খেলতে আসে ।

লুকোনো আছে একপাশে
লুকিয়ে কেউ বসে আছে
জমানো কিছু ছবিগুলো আজও
ধাঁধার মতো ফিরে ফিরে খেলতে আসে ।

কেন, না বলা রাতে তে
জেগেছি আমি ।
ভাবালো ভেতরে ভেতরে যে
কার নাম, নাম ।
হুমম... নাম

শুনে নে লিরিক্স লাভ আজ কাল পরশু সিনেমা থেকে:


Shune Ne, amar hanta hanti
Amar poripaati, bhoy bhoy.

Shune ne, amar golpo bola
Bhoy pawar.

Keno na bola raate te
Jegechhi ami.
Bhabalo bhetore bhetore je
Kar naam, naam.
Hmm... Naam.

Keno ochena shohore,
Sinri bhenge nami ami.
Neon a, peon a rekhe diye
Tor naam, naam.
326404665953066090

TRENDING NOW

326404665953066090