Abar Phire Ele Lyrics By Arijit Singh From Dwitiyo Purush
Song: Abar Phire EleSinger: Arijit Singh
Movie: Dwitiyo Purush
Music & Lyrics: Anupam Roy
Cast: Parambrata Chattopadhyay
Anirban Bhattacharya
Raima Sen
Gaurav Chakraborty
Abar Phire Ele song is sung by Arijit Singh. This song is from the movie "Dwitiyo Purush". Music composed by Anupam Roy. He also wrote the Lyrics.
Abar Phire Ele song Lyrics in Bengali:
তোমার অভিমানে ভরা,
কৃষ্ণকলি নামে ধরা দিতে চায় ।
পথ হারিয়ে ফেলে, সুবর্ণরেখা তাই ।
দু'চোখ ঢেকে যাচ্ছি, কে কোথায়?
তোমার অভিধানে আছে,
এমন কোনো হাসি ছুঁয়ে গেছে মন ।
মুগ্ধ হব আবার অল্প কিছুক্ষণ ।
হাতের মুঠোয় চাইছি শিহরণ ।
যাত্রীহীন এই রাত্রিগুলোর,
বন্ধু হবে কে?
শীতের বোতাম আটকে দিয়ে,
সঙ্গী হবে কে?
ঐ পাথুরে ঝর্ণা জলের,
ঝিমঝিম উল্লাসে ।
এক নিমেষে হাওয়ার ছোবল,
এরিয়ে যাবে সে ।
আবার ফিরে এলে
জেগে আছি, পরিনি ঘুমিয়ে ।
আবার ফিরে এলে
ভালোবাসায় দূরেও যাইনি ভুলিয়ে ।
তোমার বিপদ গলির কাঁচে
ডানা মেলে আমি, জানতে পরিচয় ।
মেরুন কোনো দ্বীপে, থাক রহস্যময় ।
ছুঁয়ে দিলে কী জানি কী হয়!!
তোমার শঙ্খমালার সাদায়
চিহ্ন রাখা আছে শব্দহীনতায় ।
নির্জনতা জানে, হয়না তোর বিদায়
দূরে গিয়েও ফিরে আসা যায় ।
যাত্রীহীন এই রাত্রিগুলোর,
বন্ধু হবে কে?
শীতের বোতাম আটকে দিয়ে,
সঙ্গী হবে কে?
ঐ পাথুরে ঝর্ণা জলের,
ঝিমঝিম উল্লাসে ।
এক নিমেষে হাওয়ার ছোবল,
এরিয়ে যাবে সে ।
আবার ফিরে এলে
জেগে আছি, পরিনি ঘুমিয়ে ।
আবার ফিরে এলে
ভালোবাসায় দূরেও যাইনি ভুলিয়ে ।
আবার ফিরে এলে গানের কথা অরিজিৎ সিং:
Tomar obidhane achhe
Emon kono hasi chhuye gechhe mon.
Mugdho hobo abar olopo kichhukhyon.
Haater muthoy chaichhi shihoron.
Jatrihinei ratri gulor
Bondhu hobe ke?
Sheet er botam aatke diye
Songee hobe ke?
Oi pathure jhorna joler,
Jhimjhim ullase.
Ek nimesehe hawar chhobol
Eriye jabe sey.
Abar Phire Ele
Jege achhi, porini ghumiye.