Tui Ki Amar Hobi Re Lyrics

Tui Ki Amar Hobi Re Lyrics


  • Song: Tui Ki Amar Hobi Re
  • Singers: Imran & Kona
  • Music: Imran Mahmudul
  • Lyrics: Kabir Bakul
  • Movie: Bishwoshundori
  • Cast: Porimoni, Siam Ahmed & Others


Tui Ki Amar Hobi Re song is from the movie "Bishwoshundori". This song is sung by Imran Mahmudul & Kona. Music composed by Imran. Lyrics written by Kabir Bakul.

Tui Ki Amar Hobi Re Lyrics in Bengali:


রাতের সব তারা আছে,
দিনের গভীরে ।
বুকের মাঝে মন যেখানে,
রাখবো তোকে সেখানে ।

তুই কি আমার হবি রে...

মন বাড়িয়ে, আছি দাঁড়িয়ে
তোর হৃদয়ে, গেছি হারিয়ে
তুই জীবন-মরন সবই রে

তুই কি আমার হবি রে...

আমার পথটা চলে যায়, তোরই দিকে,
চোখের কলম, শত কবিতা লিখে ।
এই হৃদয়ের ভালোবাসা দিয়ে ।
সেই কবিতা শুধু তোকে নিয়ে ।

চোখ ভোরে তুই, দেখি পরে তুই
প্রেম কবিতায়, তোকে ছুঁই
তুই চিনে নে, সে কবি রে

তুই কি আমার হবি রে...

রাতের সব তারা আছে,
দিনের গভীরে ।
বুকের মাঝে মন যেখানে,
রাখবো তোকে সেখানে ।

তুই কি আমার হবি রে...

হৃদয় ক্যানভাসে রং মেখে মেখে,
তোরই মুখ, ছবি যাই নীরবে এঁকে
সব ভালোলাগা মনে, ছুঁয়েছে এসে ।
সুখ ছোঁয়াতে আমি গিয়েছি ভেসে ।

মন বাড়িয়ে, আছি দাঁড়িয়ে
তোর হৃদয়ে, গেছি হারিয়ে
তুই দেখে নে, সে ছবি রে

তুই কি আমার হবি রে...

তুই কি আমার হবি রে লিরিক্স ইমরান মাহমুদুল:


Raater sob tara achhe
Diner gobhire.
Buker majhe mon jekhane,
Rakhbo toke sekhane.

Tui ki amar hobi re.
326404665953066090

TRENDING NOW

326404665953066090