Tor Hoye Jete Chai Lyrics From Asur Movie
- Song: Tor Hoye Jete Chai
- Singers: Md. Irfan, Sayani Palit
- Movie: Asur
- Music: Amit Mitra
- Lyrics: Dipankar
- Cast: Jeet, Abir, Nusrat Jahan
Tor Hoye Jete Chai song is from the movie "Asur". This song is sung by Md. Irfan & Sayani Palit. Music composed by Amit Mitra. Lyrics written by Dipankar.
Tor Hoye Jete Chai Song Lyrics in Bengali:
আমার বেঁচে থাকার কারণ শুধু তুই
তোকে আছে বলা, আজ এটুকুই ।
জানি ঠিকই ধরবিরে হাত, শূণ্য পথে
দেখ চলছে এখন দিন-রাত, কোনো মতে ।
ক্ষতি কী যদি বাসিস ভালো আমায়
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
পারবো কি আমি বল?
তোর হয়ে যেতে চাই ।
একবার ছুঁয়ে দে, যেন যাইরে ভিজে
সে প্রেমের শ্রাবণ, কোথায় খুঁজে পাই?
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
তোরই মতো অবিকল
তোর হয়ে যেতে চাই ।
নেই প্রয়োজন মিঠেল বাতাস
বুঝবে কি সে মন, পায় নিঃশ্বাস ।
ফাঁকা লাগে সব, থাকলে নীরব
সাজানো ঘরের মাঝেও, কত বনবাস ।
হয়তো ঝড়, করছে পর
মিলবোই দুজনে ।
ভয় কিসে, থমকে যাস
কোন যে বারণে ।
ভেঙে ফেল নিষেধ,
ছুটে আয় কাছে,
মুছে যা সকল দোহাই ।
এ জীবনের যতটা মানে,
থাকনা জুড়ে পুরোটাই ।
জানি ঠিকই ধরবিরে হাত, শূণ্য পথে
দেখ চলছে এখন দিন-রাত, কোনো মতে ।
ক্ষতি কী যদি বাসিস ভালো আমায়
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
তোরই মতো অবিকল
ক্ষতি কী যদি বাসিস ভালো আমায়
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই ।
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
চোখে আনলি তবু জল
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
কেন এতো দাবানল ।
তোর হয়ে যেতে চাই লিরিক্স:
Amar benche thakar karon shudhu tui
Toke achhe bola aaj etukui.
Jani thiki dhorbi re haat, shunyo pothey
Daykh cholchhe ekhon din raat, kono mawte.
Khoti ki jodi basis bhalo amay
Tor hoye jete chai,
Tor hoye jete chai.