Tomay Mone Porchilo Lyrics From Robibaar Movie
Song: Tomay Mone Porchilo
Movie: Robibaar
Singer: Rupankar Bagchi
Music: Debojyoti Mishra
Lyrics: Debojyoti Mishra
Cast: Prosenjit Chatterjee, Jaya Ahsan, Sudipa Basu & others
Tomay Mone Porchilo song is from the movie "Robibaar". This song is sung by Rupankar Bagchi. Music composed by Debojyoti Mishra. He also wrote the Lyrics.
Tomay Mone Porchilo Lyrics in Bengali:
কাল রাতে ঠিক,
মাঝ রাতে ঠিক,
তোমায় মনে পড়ছিল ।
দূরে গ্রামোফোনে,
আলি আকবর,
আত্মমগ্ন বাজছিল ।
আলি আকবর,
শরদের তারে,
তোমায় সুরে বাঁধ ছিলো ।
কাল রাতে ঠিক,
মাঝ রাতে ঠিক,
তোমায় মনে পড়ছিল ।
ব্যালকনি জুড়ে হঠাৎ কখন
এক ঝলক হাওয়ায়,
শীত নেমে এল অন্তরঙ্গ
কার হাতের ছোঁয়ায়?
মনে পড়ছিল ভীষণ তোমায়,
দারুন মনে পড়ছিল ।
মনে পড়ছিল ভীষণ তোমায়,
দারুন মনে পড়ছিল ।
আলি আকবর,
শরদের তারে,
তোমায় সুরে বাঁধ ছিলো ।
কাল রাতে ঠিক,
মাঝ রাতে ঠিক,
তোমায় মনে পড়ছিল ।
তোমায় মনে পড়ছিল লিরিক্স রূপঙ্কর বাগচী:
Kal raate thik,
Majh raate thik,
Tomay Mone Porchilo.
Durey gramophone e
Ali akbar,
Atmo mogno bajchhilo.
Ali Akbar shoroder tare
Tomay surey bandhchhilo.