Tobe Thak Lyrics Arnob

Tobe Thak Lyrics Arnob

Song: Tobe Thak
Singers: Arnob & Sunidhi
Music: Arnob
Lyrics: Manjuril Shibli
Label: Gaanchill Music

Tobe Thak song is sung by Arnob & Sunidhi Nayak. Music composed by Arnob. Lyrics written by Manjuril Shibli.

Tobe Thak Lyrics in Bengali Arnob:


এই আকাশের রং, বাতাসে ছড়ায় ।
এই বাতাসের ঝরা পাতা, অলেখায় অবেলায় ।
আজ প্রণয়ের ফাঁদে গড়া, নীল কৃষ্ণচূড়া
ভেজা প্রণয়ের নীচে অভিমান, পাহাড়ে চূড়া ।

তবে থাক, তবে থাক
লেখা থাক, লেখা থাক
রোদমাখা আবেগের সুতোটা বাঁধা থাক ।

এই জাদুর সুবাস যদি হাওয়ায় দোলে
প্রণয়ের প্রেম চিঠি, নতুন এক ভোরে

সব অভিমান, সব ধুয়ে যাক
এই অবেলায় ।
তবু আধো আলোতে জড়ায় আজ
কে জড়ায় ।

তবে থাক, তবে থাক
লেখা থাক, লেখা থাক
রোদমাখা আবেগের সুতোটা বাঁধা থাক ।

এই ভোরের আলোতে,
পিছুটান সব সরাতে,
হৃদয়ের উষ্ণতা জমা থাক
পুরনো নীল খামে ।

কত আবেগের রং
ঝরে যায় এ অবেলায় ।
তবু আধো আলোতে জড়ায় আজ
কে জড়ায় ।

তবে থাক, তবে থাক
লেখা থাক, লেখা থাক
রোদমাখা আবেগের সুতোটা বাঁধা থাক
রোদমাখা আবেগের সুতোটা বাঁধা থাক ।

তবে থাক লিরিক্স অর্ণব:


Ei akasher rong batashe chhoray
Ei bataser jhora patai, olekhay obelay.
Aaj pronoyer fande gora, neel krishna chura.
Bheje pronoyer niche abhiman, pahare chura.

Tobe thak, tobe thak
Lekha thak, lekha thak
Roudmakha abeger suto ta bandha thak.
326404665953066090

TRENDING NOW

326404665953066090