Radha Lyrics Asur Movie

Radha Song Lyrics From Asur Movie

  • Song: Radha
  • Singers: Iman Chakraborty, Shovan
  • Music: Bickram Ghosh
  • Lyrics: Sugato Guha
  • Cast: Jeet, Abir Chatterjee, Nusrat Jahan

Radha song is from the movie "Asur". Sung by Iman Chakraborty & Shovan Ganguly. Music composed by Bickram Ghosh. Lyrics written by Sugato Guha.

Radha Song Lyrics in Bengali from Asur:


আমি রাধার মতো কলঙ্ক যে চাই
আমি রাধার মতো কলঙ্ক যে চাই ‌
রং মশালের আগুন মেখে,
সূর্য হয়ে যাই ।
রং মশালের আগুন মেখে,
সূর্য হয়ে যাই ।

দাফন হবো তোর সাথে,
তাই কাফন খুঁজে যাই ।
রাধার মতো কলঙ্ক যে চাই
আমি রাধার মতো কলঙ্ক যে চাই ‌

চেনা সুর, একতারাতে বাজলো যে আবার
মরেছি তোর হাতে, তুই আমার অহংকার ।
চেনা সুর, একতারাতে বাজলো যে আবার
মরেছি তোর হাতে, তুই আমার অহংকার ।

দরিয়ায় ভাসে আজ কোন মুসাফির
দরিয়ায় ভাসে আজ কোন মুসাফির ।
হয়রান সে আর, পায়না যে তীর
হয়রান সে আর, পায়না যে তীর ।

তোকে পাবো কি পাবো না আর,
মন‌ জ্বলে পুড়ে একাকার ।
তোকে পাবো কি পাবো না আর,
মন‌ জ্বলে পুড়ে একাকার ।

রং মশালের আগুন মেখে,
সূর্য হয়ে যাই ।
রাধার মতো কলঙ্ক যে চাই
আমি রাধার মতো কলঙ্ক যে চাই ‌

চেনা সুর, একতারাতে বাজলো যে আবার
মরেছি তোর হাতে, তুই আমার অহংকার ।

রাধা গানের লিরিক্স অসুর সিনেমা:


Ami radhar moto kolonko je chai.
Rong moshaler agun mekhe,
Surjyo hoye jai.

Chena sur ektara te bajlo je abar
Morechhi tor haate, tui amar ahonkar.

Toke pabo ki pabo na arr
Mon jwole purey ekakar.
326404665953066090

TRENDING NOW

326404665953066090