Phire Asar Gaan Lyrics

Phire Asar Gaan Lyrics

Song: Phire Asar Gaan
Singer: Shaoni
Music & Lyrics: Pijush Das
The Bong Studio Originals

Phire Asar Gaan song is sung by Shaoni. Music composed by Pijush Das. Lyrics written by Pijush Das.

Phire Asar Gaan Lyrics in Bengali:


বলেনি কেউ তোমাকে,
রেখে যেতে পিছুটান ।
তুমি তাও, রেখে যাও,
ঘরে ফিরে আসার গান ।

বলে সময় তোমাকে,
রেখে যেতে অভিমান ।
তুমি তাও, রেখে যাও,
ঘরে ফিরে আসার গান ।

তবুও মাঝে মাঝে মনে হয়, ভুল
এড়িয়ে ছুঁয়ে দিলে আমাকে আবার
মিশে যাবে আমাদের এই পথ ভালোবাসার ।

তবুও মাঝে মাঝে মনের সুর,
কবিতা জুড়ে জুড়ে লিখে গেলে গান;
মিলে যাবে আমাদের এই পথ ভালোবাসার ।

এই রাতের আঁধার,
রঙিন আলোতে ফুরিয়ে যাবে ।
ক্লান্তি, কান্না শেষের
নিমেষে চোখে লুকিয়ে যাবে ।

আবার ভাঙবে আকাশ,
ভোলাবে তোমার আমার অভিমান ।

বলেনি কেউ তোমাকে,
দিয়ে যেতে প্রতিদান ।
তুমি তাও, রেখে যাও,
ঘরে ফিরে আসার গান ।

বলেনি কেউ তোমাকে,
রেখে যেতে পিছুটান ।
তুমি তাও, রেখে যাও,
ঘরে ফিরে আসার গান ।

তবুও মাঝে মাঝে মনে হয়, ভুল
এড়িয়ে ছুঁয়ে দিলে আমাকে আবার
মিশে যাবে আমাদের এই পথ ভালোবাসার ।

তবুও মাঝে মাঝে মনের সুর,
কবিতা জুড়ে জুড়ে লিখে গেলে গান;
মিলে যাবে আমাদের এই পথ ভালোবাসার ।

ফিরে আসার গান লিরিক্স:


Boleni kew tomake,
Rekhe jete pichhutan.
Tumi tao, rekhe jao
Ghawre phire asar gaan.

Bole somoy tomake,
Rekhe jetey abhiman.
Tumi tao, rekhe jao
Ghawre phire asar gaan.
326404665953066090
326404665953066090