Phire Asar Gaan Lyrics

Phire Asar Gaan Lyrics

Song: Phire Asar Gaan
Singer: Shaoni
Music & Lyrics: Pijush Das
The Bong Studio Originals

Phire Asar Gaan song is sung by Shaoni. Music composed by Pijush Das. Lyrics written by Pijush Das.

Phire Asar Gaan Lyrics in Bengali:


বলেনি কেউ তোমাকে,
রেখে যেতে পিছুটান ।
তুমি তাও, রেখে যাও,
ঘরে ফিরে আসার গান ।

বলে সময় তোমাকে,
রেখে যেতে অভিমান ।
তুমি তাও, রেখে যাও,
ঘরে ফিরে আসার গান ।

তবুও মাঝে মাঝে মনে হয়, ভুল
এড়িয়ে ছুঁয়ে দিলে আমাকে আবার
মিশে যাবে আমাদের এই পথ ভালোবাসার ।

তবুও মাঝে মাঝে মনের সুর,
কবিতা জুড়ে জুড়ে লিখে গেলে গান;
মিলে যাবে আমাদের এই পথ ভালোবাসার ।

এই রাতের আঁধার,
রঙিন আলোতে ফুরিয়ে যাবে ।
ক্লান্তি, কান্না শেষের
নিমেষে চোখে লুকিয়ে যাবে ।

আবার ভাঙবে আকাশ,
ভোলাবে তোমার আমার অভিমান ।

বলেনি কেউ তোমাকে,
দিয়ে যেতে প্রতিদান ।
তুমি তাও, রেখে যাও,
ঘরে ফিরে আসার গান ।

বলেনি কেউ তোমাকে,
রেখে যেতে পিছুটান ।
তুমি তাও, রেখে যাও,
ঘরে ফিরে আসার গান ।

তবুও মাঝে মাঝে মনে হয়, ভুল
এড়িয়ে ছুঁয়ে দিলে আমাকে আবার
মিশে যাবে আমাদের এই পথ ভালোবাসার ।

তবুও মাঝে মাঝে মনের সুর,
কবিতা জুড়ে জুড়ে লিখে গেলে গান;
মিলে যাবে আমাদের এই পথ ভালোবাসার ।

ফিরে আসার গান লিরিক্স:


Boleni kew tomake,
Rekhe jete pichhutan.
Tumi tao, rekhe jao
Ghawre phire asar gaan.

Bole somoy tomake,
Rekhe jetey abhiman.
Tumi tao, rekhe jao
Ghawre phire asar gaan.
326404665953066090

TRENDING NOW

326404665953066090