Mon Khonje Lyrics

Mon Khonje Lyrics Rupankar Bagchi

Song: Mon Khonje
Singer: Rupankar Bagchi
Movie: Purbo Poschim Dokkhin Uttor Ashbei
Music: Debojyoti Mishra
Lyrics: Anirban Mukherjee
Cast: Arpita Chatterjee, Kamaleshwar Mukherjee, Ayan Bhowmik

Mon Khonje song is from the movie "Purbo Poschim Dokkhin Uttor Ashbei". This song is sung by Rupankar. Music composed by Debojyoti Mishra. Lyrics written by Anirban.

Mon Khonje song lyrics in Bengali:


হাওয়ার চাদর টানি,
গভীর আঁধার ।
ক্লান্ত দিনের কাছে,
যদি বারবার ।

আরও কি ক্লান্তি এসে
জমা হয় মনে ।
মন খোঁজে আশ্রয়,
মন খোঁজে মানে ।

আকাশের এক কোণে,
জ্বলে ওঠা তারা ।
ভালোবাসা নেমে আসে,
যেন আলো ধারা ।

ধারা স্নানে শুভ হোক,
হোক কল্যাণ ।
ভালোবাসা মানে তবে,
রাত চেরা গান ।

সে গানের ছোঁওয়া লেগে,
দূর বহুদূর ।
সাত রঙা ভোর জাগে,
জেগে ওঠে সুর ।

হাওয়ার চাদর টানি,
গভীর আঁধার ।
ক্লান্ত দিনের কাছে,
যদি বারবার ।

আরও কি ক্লান্তি এসে
জমা হয় মনে ।
মন খোঁজে আশ্রয়,
মন খোঁজে মানে ।

মন খোঁজে লিরিক্স রূপঙ্কর বাগচী:


Hawar chador tani,
Gobhir andhar.
Klanto diner kachhe,
Jodi bar bar.

Aaro ki klanti esey,
Joma hoy mone.
Mon khonje ashroi,
Mon khonje mane.
326404665953066090

TRENDING NOW

326404665953066090