Megh Bristir Molat Lyrics
Song: Megh Brishtir MolatSinger: Sayani Palit
Music: Amit Mitra
Lyrics: Dipankar
Label: Amara Muzik
Megh Bristir Molat song is sung by Sayani Palit. Music composed by Amit Mitra. Lyrics written by Dipankar.
Megh Bristir Molat Song Lyrics in Bengali:
এ মনের আনাচেকানাচে,
রূপোলী ভোরেরা;
কুয়াশায় ডুবে আছে কত,
খোঁজে তা রোদেরা ।
শুধু ভয় হারাবার
সীমানা যে অজানার
তুমি নেই, সত্যি নেই
হবে তখন পারাপার
মেঘ বৃষ্টির মলাটে,
তোর সাথে দিন যদি কাটে,
চাইনা এর বেশি কিছু আর ।
প্রেম জোনাকি মেলেছে পাখনা,
আজ একটু ভরসা সে পাক না ।
কাছে এলে দমকা কোনো ঝড়,
আমাকে এসে আগলে ধর ।
আদরেতে থাকবো মেতে,
করে দে না ছারখার ।
মেঘ বৃষ্টির মলাটে,
তোর সাথে দিন যদি কাটে,
চাইনা এর বেশি কিছু আর ।
খুব লাগছে দারুন যেন নিজেকে
রোজ আলতো করে ঢেউ তোকে দেখে ।
যত খুশি এলোমেলো সে হোক,
কুড়িয়ে রেখেছি একটা পালক ।
যার পরশে, নীল হরফে
লিখবো নাম ঠিকানা ।
মেঘ বৃষ্টির মলাটে,
তোর সাথে দিন যদি কাটে,
চাইনা এর বেশি কিছু আর ।
মেঘ বৃষ্টির মলাট লিরিক্স:
E moner anache kanache
Rupoli bhorera,
Kuashay dubey achhe koto,
Khonje ta roudera.
Shudhu bhoy harabar
Simana je ojanar
Tumi nei, sottyi nei
Hobe tokhon parapar.
Megh Bristir Molat e,
Tor sathe din jodi katey,
Chai na err beshi kichhu arr.