Tor Sathei Lyrics Barenya Saha

  Tor Sathei Lyrics Barenya Saha

  Song: Tor Sathei
  Music & Vocal: Barenya Saha
  Lyrics: Neeharika Nandy
  The Bong Studio Originals present

  Tor Sathei song is sung and composed by Barenya Saha. Lyrics written by Neeharika Nandy.

  Tor Sathei Lyrics in Bengali:


  তোর চোখে নামে নীলচে ভোর,
  দু'চোখে তোর আদর-বিকেল ।
  তোর চোখেতেই মেঘ জমে
  অবেলায়, কী খেলায়

  তোর সাথে ব্যস্ত দুপুর,
  পায়ে হেঁটে সারা কলকাতা ।
  কে জানে, দুর নাকি বহুদূর
  হেঁটে যাই, পথ ফেলে যাই

  কে জানে কিভাবে তোর অগোছালো দিন
  বেরঙিন স্বভাবে মিশে যায় ।
  অধরা হাসিতে, আদুরে ডাকনাম
  কিভাবে শুধু তোর হয়ে যায় ।

  ঠিকানা খুঁজে পাই অবেলায়
  নামে রাত, তোর আমার কবিতায় ।

  কোনো মেঘলা দিনে তুই ভিজতে চাওয়ায়,
  জানি, ভাঙবে আকাশ, তোর বিষন্নতায় ।
  আঙিনায় সে ঝড় থামেনি...
  বেনামি ঠোঁটের কাহিনী
  জানিনা কোন গল্প শোনায় ।

  আলো ছায়া ঘেরা যত অবুঝ দুপুর
  তোর নাম ধরে ডাকতে গিয়ে,
  গেছে হারিয়ে কোন অলিগলিতে আজ
  তোর আদরে ডুবতে গিয়ে

  ঠিকানা খুঁজে পাই অবেলায়
  নামে রাত, তোর আমার কবিতায় ।

  তোর সাথেই লিরিক্স:


  Tor chokhe naame neelche bhor
  Duchokhe tor ador bikel
  Tor chokhetei megh jome
  Obelay, ki khelay

  Tor sathe byasto dupur
  Paye hente sara kolkata
  Ke jane, dur naki bohudur
  Hente hai, poth phele jai.