Toke Chai Lyrics Teko

Toke Chai Lyrics By Timir Biswas From Teko

Song: Toke Chai
Singer: Timir Biswas
Movie: Teko
Lyrics: Ritam Sen
Music: Savvy
Starring: Ritwick Chakraborty, Srabanti Chatterjee, Kanchan Mallick

Toke Chai song is from the movie "Teko". This song is sung by Timir Biswas. Music composed by Savvy. Lyrics written by Ritam Sen.

Toke Chai Lyrics in Bengali From Teko:


খামখেয়ালি চিন্তারা,
তোর নেশাতে দেয় সাড়া ।
বেহিসাবি মন মেজাজে,
তোর খেয়ালে পথ হারায় ।

একমুঠো আবিরের লালে
হৃদয়ে লুটতরাজ ।
উড়তে চায়, তোকে পেলে সে
আদরেরই পক্ষীরাজ ।

রাঙা পলাশে
যদি ডাক আসে
তোর আকাশে
ভেসে যাই

আলো আঁধারে
নীল পাহাড়ে
পাতা বাহারে
তোকে চাই

তোকে চাই...

এক পলকে সব হারিয়ে যাবে
দু'পলকে চোখ জুড়িয়ে যাবে
অন্য মনে ওড়না উড়ে যাবে তোর ।

স্কুল পালানো গল্পগুলো তোরই
খুনসুটিতে হাসবে ইচ্ছেতরী
কলকাতাতে নামবে জাদুকরী, ভোর ।

একফালি রোদ্দুরের রঙে,
আহ্লাদের কারুকাজ ।
আশমানি পশমের সুতো,
দু'চোখ মিলেছে স্বপ্নে আজ ।

এলোমেলো দিন
ঠিকানাহীন
তোর গন্ধে লীন
হয়ে যায়

আলো আঁধারে
নীল পাহাড়ে
পাতা বাহারে
তোকে চাই

তোকে চাই...

তোকে চাই লিরিক্স টেকো:


Ek mutho abirer laal a
Hridoye lutoraj
Urtey chai toke pele sey
Adorer e pokkhiraj

Ranga polashe
Jodi daak asey
Tor akashe
Bhese jai

Aalo andhare
Neel pahare
Paata bahare
Toke chai
326404665953066090

TRENDING NOW

326404665953066090