Mon Boshena Porar Table E Lyrics

Mon Boshena Porar Table E Lyrics

Song: Mon Boshena Porar Table E
Singer: Taufiq Tamim
Music: Adib Kabir
Lyrics: Sup Nasif
Cast: Taufiq Tamim, Loren Mendes & Neel

Mon Boshena Porar Table E song is sung by Taufiq Tamim. Lyrics written by Sup Nasif.

Mon Boshena Porar Table E Lyrics in Bengali:


রাত কাটে নির্ঘুম
চোখে আসেনা যে ঘুম
জেগে থাকি সারারাত
চলে এটাই রিপিটেশন

তোকে ভেবে চলি
ওরে লাল নীল দীপাবলি
আয় না একটু কাছে
আবেগি কথা বলি

শুনবো না কোনো মানা
আজকে না হলে আর কবে
আমাকে একা রেখে
যেওনা তুমি আর দূরে

শুধু একবার...
বলে দাও তুমি আমার হবে
রেখো না এই দোটানা
দাও ভালোবাসি বলে

আমার মন বসেনা পড়ার টেবিলে
আমার মনটা উড়ছে তোমারই ফিলে
আমার মন বসেনা পড়ার টেবিলে
আমার মনটা উড়ছে তোমারই ফিলে

ক্লাস শেষে ঘরে ফিরে
তোমার চিঠি হাতে ধরে
ভাবি মুচকি হেসে
এখনি তুমি বলবে এসে

ভেবোনা তোমায় ছাড়া
চাইনা যে আমি আর কাউকে
আমাকে একা রেখে
যেওনা তুমি আর দূরে

শুধু একবার...
বলে দাও তুমি আমার হবে
রেখো না এই দোটানা
দাও ভালোবাসি বলে

আমার মন বসেনা পড়ার টেবিলে
আমার মনটা উড়ছে তোমারই ফিলে
আমার মন বসেনা পড়ার টেবিলে
আমার মনটা উড়ছে তোমারই ফিলে

ভেবে দেখো তুমি একবার
আমি তোমার লাইফ পার্টনার
তুমি সারাজীবন আমায় পাশে পাবে

ও... ও ঝুল বারান্দাতে
চায়ের কাপেতে মাতবো
(তারপর) বাড়ির ছাদেতে
পূর্ণিমা রাতে জাগবো

শুনবো না কোনো মানা
আজকে না হলে আর কবে
আমাকে একা রেখে
যেওনা তুমি আর দূরে

শুধু একবার...
বলে দাও তুমি আমার হবে
রেখো না এই দোটানা
দাও ভালোবাসি বলে

আমার মন বসেনা পড়ার টেবিলে
আমার মনটা উড়ছে তোমারই ফিলে
আমার মন বসেনা পড়ার টেবিলে
আমার মনটা উড়ছে তোমারই ফিলে

মন বসেনা পড়ার টেবিলে লিরিক্স:


Shunbo na kono mana
Ajke na holey arr kobe
Amake eka rekhe
Jeona tumi arr durey

Shudhu ekbar
Bole dao tumi tumi amar hobe
Rekhona ei dotana
Dao bhalobasi bole

Amar mon boshena porar table e
Amar monta urchhe tomari feel e
326404665953066090

TRENDING NOW

326404665953066090