Kaacher Bhromor Lyrics

Kaacher Bhromor Lyrics

Song: Kaacher Bhromor
Singer: Moitry Chakraborty
Music & Lyrics: Pijush Das
The Bong Studio Originals present

Kaacher Bhromor song is sung by Moitry Chakraborty. Music composed by Pijush Das & he also wrote the Lyrics.

Kaacher Bhromor Lyrics in Bengali:


আমার মনের ক্ষত,
উঠবে কি আর সেরে?
বন্ধুরে মোর, কাছের ভ্রমর
কবেই গেছে ছেড়ে ।

আমার নামেই যত
প্রাণের কথা সেরে
বন্ধুরে মোর, কাছের ভ্রমর
কবেই গেছে ছেড়ে ।

কবেই গেছে ছেড়ে...

মন পিছু ছেড়ে তার কাছে যাবে
সে তো জানেই, আমায় পাশে পাবে
সে তো ডাকলো না,
পাশে থাকলো না,
তাকে বোঝাই কিভাবে?

মনেমনে সে কি চাইতো আমাকে?
একাকী সে আজও কার ছবি আঁকে?
মন জানলো না
বাধা মানলো না
হারিয়েছি তাকে ।

পুরনো অভ্যাসে, সবাই ফিরে আসে
বন্ধুরে মোর, কাছের ভ্রমর
নেই যে আমার পাশে ।

আমার মনের ক্ষত,
উঠবে কি আর সেরে?
বন্ধুরে মোর, কাছের ভ্রমর
কবেই গেছে ছেড়ে ।

কবেই গেছে ছেড়ে...

কাছের ভ্রমর লিরিক্স:


Amar moner khawto
Uthbe ki arr serey?
Bondhu re more, kaacher bhromor
Kobei gechhey chherey

Amar naamei joto
Praner kotha serey
Bondhu re more, kaacher bhromor
Kobei gechhey chherey
326404665953066090

TRENDING NOW

326404665953066090