Je Tumi Tarar Moto Lyrics
Song: Je Tumi Tarar MotoOriginal Composition: Abbulish
Singer: Upal Sengupta
Lyrics based on a poetry, named "Nayantara" by Jayanta Joy Chattopadhyay
Je Tumi Tarar Moto song is sung by Upal Sengupta. This song is originally composed by Abbulish.
Je Tumi Tarar Moto Lyrics in Bengali:
যে তুমি তারার মতো,
যে তুমি মেঘের থেকে উঁচু ।
যে আমি ধুলোর মতো,
যে আমি তোমার থেকে নীচু ।
তুমি তো পরীর বেশে,
তুমি তো মায়ার বশে নামো ।
আমি যে ছুটে চলি,
তোমার পিছু পিছু, থামো ।
দেখোতো বনের কাছে
দেখোতো নদীর কাছে চলো ।
বানাবো কাঠের বাড়ি,
আমাকে নেবে কি তুমি বলো?
যে তুমি ঝিলের মতো,
যে তুমি মিলেমিশে যাওয়া ।
যে আমি নুড়ির মতো,
যে আমি তোমার জলে ধোওয়া ।
তুমি তো শ্রাবণ দিনে,
তুমি তো দুকূল ভেঙে খেলো ।
আমি যে ভেসে চলি
তোমার স্রোতে, শুধু বলো ।
দেখোতো বনের কাছে
দেখোতো নদীর কাছে চলো ।
বানাবো কাঠের বাড়ি,
আমাকে নেবে কি তুমি বলো?
যে তুমি আগুন-রঙা
যে তুমি মাতাল করা পলাশ ।
যে আমি অনেকদূরে
যে আমি হঠাৎ ভেজা আকাশ ।
তুমিতো পাখির শীষে
তুমিতো হাওয়ায় মিশে এসো ।
আমি যে ছুটে চলি
তোমারই পিছুপিছু, বসো ।
দেখোতো বনের কাছে
দেখোতো নদীর কাছে চলো ।
বানাবো কাঠের বাড়ি,
আমাকে নেবে কি তুমি বলো?
যে তুমি তারার মতো লিরিক্স উপল সেনগুপ্ত:
Je tumi tarar moto
Je tumi megher theke unchu.
Je ami dhulor moto
Je ami tomar theke nichu.
Tumi toh porir beshe
Tumi toh mayar boshe namo.
Ami he chhutey choli
Tomar pichhu pichhu, thamo.
Dekhoto boner kachhe
Dekhoto nodir kachhe cholo.
Banabo kather bari
Amake nebe ki tumi bolo?