Daoni Amake Bholari Sujog Lyrics

Daoni Amake Bholari Sujog Lyrics

Song: Daoni Amake Bholari Sujog
Music, Vocal & Lyrics: Pijush Das
The Bong Studio Originals present

Daoni Amake Bholari Sujog song is sung, composed & written by Pijush Das.

Daoni Amake Bholari Sujog Lyrics in Bengali:


তোমারই ঠিকানা খোঁজে,
এই চেনা শহর ।
হেঁটেছি একাকী পথ,
কেটেছে প্রহর ।

জানি আমি, আমাকে মনে রাখেনি
তোমার ঐ দু'চোখ ।
তবু তুমি দাওনি আমাকে,
তোমাকে ভোলারই সুযোগ ।

স্মৃতির অতলে, মন কথা বলে
তোমাকে নিয়ে ।
বেখেয়ালে দিন রাত কেটে যায়
তোমাকে নিয়ে ।

সবারই অভিমত হাজারো থাকে
তবু স্মৃতিসুখ, বেদনায় সাজানো থাকে

ওরা জানেনা কেউ, তোমায় চেয়েছি কত
রোদ-জ্বলা আকাশে, মেঘেরই মতো

ভেবেছে ঐ, আমি সব পেয়েও
হারিয়ে ফেলেছি তোমাকে ।
খুঁজেছি তোমাকে আমি, আমারই কাছে
স্পর্শ তোমারই শরীরে জমানো আছে ।

অনুভবে দেখি তোমাকে নিভিয়ে
আমার এ দু'চোখ ।
কোনোভাবে দিই না আমাকে,
তোমাকে ভোলারই সুযোগ ।

স্মৃতির অতলে, মন কথা বলে
তোমাকে নিয়ে ।
বেখেয়ালে দিন রাত কেটে যায়
তোমাকে নিয়ে ।

দাওনি আমাকে ভোলারই সুযোগ লিরিক্স:


Tomari thikana khonje
Ei chena shohor.
Hentechhi ekaki poth
Ketechhe prohor.

Jani ami, amake mone rakheni
Tomar oi duchokh.
Tobu tumi tumi daoni amake
Tomake bholari sujog.

Smritir otole, mon kotha bole
Tomake niye.
Bekheyale din raat kete jay
Tomake niye.
326404665953066090

TRENDING NOW

326404665953066090