Chithi Ra Chilo Lyrics Shreya Ghoshal

Chithi Ra Chilo Elomelo Lyrics Shryea Ghoshal

Song: Chithi Ra Chilo
Singer: Shreya Ghoshal
Music: Joy Sarkar
Lyrics: Srijato
Album: Mon Kemoner Station

Chithi Ra Chilo Elomelo song is sung by Shreya Ghoshal. Music composed by Joy Sarkar. Lyrics written by Srijato. This song is from the album "Mon Kemoner Station".

Chithi Ra Chilo Lyrics in Bengali:


চিঠিরা ছিল এলোমেলো,
কে জানে তুমি ছিলে কোথায় ।
হঠাৎই হাওয়া ছুটে এলো,
পুরনো একলা চিলেকোঠায় ।
শুনিয়েছিলে আমাকে তুমি কবে
ঘুমিয়ে পড়েছে সে গান ।

পিয়া ভোলো...
পিয়া ভোলো অভিমান
পিয়া ভোলো...

দুপুরে ভূতে পাওয়া ছাদে
পৃথিবী একা হয়ে থাকে ।
এসেছি মন কেমন সারাতে
তবুও খুঁজিনি তোমাকে ।
বিকেলের রোদে মুখ ডুবিয়ে আছি
বিষাদের মিনারে আজান ।

পিয়া ভোলো...
পিয়া ভোলো অভিমান
পিয়া ভোলো...

কখনো ভেবে দেখেছো কি
কতটা একা হয়ে আছি ।
শুকিয়ে গেছে দুটো চোখই
কিভাবে খেলি কানামাছি ।
হারিয়ে ফেলা নামে ডাকি না আর
চিলেকোঠা ভাঙ্গে, বানাই

পিয়া ভোলো...
পিয়া ভোলো অভিমান
পিয়া ভোলো...

চিঠিরা ছিল এলোমেলো,
কে জানে তুমি ছিলে কোথায় ।
হঠাৎই হাওয়া ছুটে এলো,
পুরনো একলা চিলেকোঠায় ।
শুনিয়েছিলে আমাকে তুমি কবে
ঘুমিয়ে পড়েছে সে গান ।

চিঠারা ছিল এলোমেলো লিরিক্স শ্রেয়া ঘোষাল:


Chithi ra chilo elomelo,
Ke jane tumi chhile kothay.
Hothat e hawa chhute elo
Purono ekla chilekothay.
Shuniyechile amake tumi tumi
Ghumiye porechhe sey gaan.

Piya bholo...
Piya bholo obhiman
Piya bholo...
326404665953066090

TRENDING NOW

326404665953066090