Amar Song Lyrics By Samz Vai
Song: AmarVocal & Lyrics: Samz Vai
Music: Ankur Mahamud
Label: Eagle Music
Amar song is sung by Samz Vai. He also wrote the lyrics. Music composed by Ankur Mahamud.
Amar Lyrics in Bengali Samz Vai:
তুমি আমার কাছে,
ফুটফুটে ঐ রাতের শুকতারা ।
তাই রাত জাগিয়ে মনের সুখে,
দেয় যে পাহারা ।
তুমি আমার কাছে,
শিশির ভেজা সোনালী সকাল ।
তোমায় একনজর দেখিয়া,
আমি হয়ে যাই মাতাল ।
তুমি আমার কাছে,
যুদ্ধে জয়ী, সাত রাজার ধন ।
শত বাধা ডিঙ্গায় পাইছি তোমায়,
মনের মতো মন ।
আমার মনের জোছনা,
আমি কাউকে দেবো না ।
তোমায় গাঁইথা রাখছি মনের মাঝে,
নিজেও জানো না ।
যতই করো বাহানা,
তোমায় যেতে দেবো না ।
আমি পাগল হয়ে ঘুরবো,
তবু পিছু ছাড়বো না ।
তোমার মিষ্টি ঐ চুলের সুবাস,
ভালো লাগে খুব ।
বড় ইচ্ছে করে তোমার মাঝে,
হারাই দিয়ে ডুব ।
আমার মন যে মানে না,
আর দূরে থেকো না ।
আমার মন যে মানে না,
আর দূরে থেকো না ।
আমার পরান-পাখি তুমি বিনে,
থাকে আনমনা ।
আমার মনের জোছনা,
আমি কাউকে দেবো না ।
তোমায় গাঁইথা রাখছি মনের মাঝে,
নিজেও জানো না ।
যতই করো বাহানা,
তোমায় যেতে দেবো না ।
আমি পাগল হয়ে ঘুরবো,
তবু পিছু ছাড়বো না ।
তোমায় এক পলক দেখলে,
এ মন রয়না আমার ঘরে ।
সে ছটফটাইয়া ঘুইরা বেড়ায়,
কি জানি কী করে ।
আমি কিছুই জানি না,
তুমি কেন আসো না ।
আমি কিছুই জানি না,
তুমি কেন আসো না ।
তুমি আমার কাছে,
আঁধার ঘরে, আলোরই বন্যা ।
আমার মনের জোছনা,
আমি কাউকে দেবো না ।
তোমায় গাঁইথা রাখছি মনের মাঝে,
নিজেও জানো না ।
যতই করো বাহানা,
তোমায় যেতে দেবো না ।
আমি পাগল হয়ে ঘুরবো,
তবু পিছু ছাড়বো না ।
আমার গানের লিরিক্স:
Amar moner jochhona
Ami kaowke debo na.
Tomay gnaitha rakchhi moner majhe
Nijeo jano na.
Jotoi koro bahana
Tomay jetey debo na.
Ami pagol hoye ghurbo
Tobu pichhu chharbo na.
Tumi amar aachhe
Futfute oi raater shuktara.
Tai raat jagiye moner sukhe
Dei je pahara.
Tumi amar kachhe shishir bheja
Sonali sokal.
Tomay ek nozor dekhiya
Ami hoye jai maatal.