Abar Konodin Lyrics Habib Wahid
Song: Abar KonodinSinger: Habib Wahid
Music: Habib Wahid
Lyrics: Amita Karmoker
Abar Konodin song is sung & composed by Habib Wahid. The lyrics was written by Amita Karmoker.
Abar Konodin Lyrics in Bengali:
আমি তো বারেবারে, তোমার আবদারে
হেরেছি নিজের কাছে ।
দিয়েছি সবটুকু, যেটুকু যায় দেয়া
বাকিটা জমানো আছে ।
আবার কোনোদিন সন্ধ্যা এলে নেমে
চলবো পায়ে পায়ে পথের শেষ ধারে
তোমার সাথেই যাবো থেমে ।
তুমিও ভুল করে অজানা পথ ধরে
আমার কাছে এসো চলে ।
ঝুম বৃষ্টিতে ভিজবো দুজনে,
হারাবো মেঘেদের দলে ।
আমি তো বারেবারে, তোমার আবদারে
হেরেছি নিজের কাছে ।
আসবো ফিরে ফিরে, ছুঁয়ে যাবো ধীরে
ফিরবো তোমারই মাঝে ।
স্বপ্ন জড়ো করে, স্বপ্নচারী ঘুমে
রইবো মেঘেদের ভাঁজে ।
ক্ষতি কী বলো তাতে, তোমায় ভেবে রাতে
দু'চোখ স্বপ্নে জড়াবে রংধনু হয়ে ।
একটু তোমায় ছুঁয়ে গেলে
তুমিও ভুল করে অজানা পথ ধরে
আমার কাছে এসো চলে ।
ঝুম বৃষ্টিতে ভিজবো দুজনে,
হারাবো মেঘেদের দলে ।
আমি তো বারেবারে, তোমার আবদারে
হেরেছি নিজের কাছে ।
দিয়েছি সবটুকু, যেটুকু যায় দেয়া
বাকিটা জমানো আছে ।
জানিনা এ মনের কথাগুলো
তোমার কাছে পৌঁছবে কিনা ।
আমি শুধুই তোমায় অনুভব করে যাই
আর তোমায় না বলা কথাগুলো লিখে যাই ।
আবার কোনোদিন লিরিক্স হাবিব ওয়াহিদ:
Ami toh barebare tomar abdare
Herechhi nijer kachhe.
Diyechhi sobtuku, jetuku jai deya
Bakita jomano achhe.
Abar konodin sondhya eley neme
Cholbo paye paye pother shesh dhare
Tomar sathei jabo themey.