Tomake Bujhina Priyo Lyrics
- Song: Tomake Bujhina Priyo
- Movie: Projapoti Biskut
- Singer: Chandrani Banerjee
- Music: Prasen
- Lyrics: Ritam Sen
Tomake Bujhina Priyo song is from the movie "Projapoti Biskut". This song is sung by Chandrani Banerjee. Music composed by Prasen. Lyrics penned by Ritam.
Tomake Bujhina Priyo Lyrics in Bengali:
তোমাকে বুঝিনা প্রিয়
বোঝোনা তুমি আমায়
দূরত্ব বাড়ে, যোগাযোগ নিভে যায় ।
গরাদ শোকে সূর্যমুখী
গরাদ শোকে সূর্যমুখী
খয়েরি কুঁড়ির ফুল
সূর্য খুঁজে বেড়ায় ।
তোমাকে জানিনা প্রিয়
জানো না তুমি আমায়
শীতের বেড়াল খেলে ঘাসের ছায়ায় ।
দু'চোখে তার পান্না বাহার
দু'চোখে তার পান্না বাহার
কান্না জমায় কথায় কথায় ।
তোমাকে ডাকি না প্রিয়
ডাকো না তুমি আমায়
জলপ্রপাত মাতে রূপোর মায়ায় ।
তুলনাহীনা জলের কিনার
তুলনাহীনা জলের কিনার
তোমার চুলের মতো আনমনে আঙ্গুল ডোবায় ।
তোমাকে বুঝিনা প্রিয়:
Tomake Bujhina Priyo
Bojhona tumi amaye
Durotwo bare, jogajog nibhe jaay.
Gorad shokey surjyomukhi
Gorad shokey surjyomukhi
Khoyeri kunrir phool
Surjyo khunje beray.
Tomake janina priyo
Jano na tumi amay.
Sheet er beral khele ghaser chhayay.
Du chokhe tar, panna bahar
Du chokhe tar, panna bahar
Kanna jomay kothay kothay.
Tomake daki na priyo
Dako na tumi amay
Jolopropat maate rupor mayay.
Tulona hina joler kinar
Tulona hina joler kinar
Tomar chuler moto anmone angul dobaye.