Take bole diyo lyrics

Take Bole Diyo Lyrics Pijush

Song: Take Bole Diyo
Singer: Pijush Das
Music & Lyrics: Pijush Das

Take bole diyo song is sung by Pijush Das. He also composed the music & wrote the Lyrics. Take bole dio lyrics.


Take bole diyo lyrics in Bengali:


তাকে বলে দিও,
যেন আটকে না থাকে আমার অভ্যাসে ।
আর বলে দিও,
তাকে চাইনা আমার পাশে ।

তাকে বলে দিও,
যখন আজও বৃষ্টি খুঁজেছি মেঘলা আকাশে,
আমি একবারও তাকে চাইনি আমার পাশে ।

আমি থাকতে চাই নিয়ে একলা মন,
আর একলা দেশ;
তবু সান্ত্বনা আমি চাইছি না পেতে আর ।

আমি রাখতে চাই,
ভালো থাকতে চাই
নিজে একলা বেশ ।
আমি ফিরতি পথ ধরে চাইছি না যেতে আর ।

বলে দিও, বলে দিও, বলে দিও তুমি তাকে ।
বলে দিও...

তার যে কত গান তোলা ছিল আমার নামে ।
আজও তাই গেয়ে সন্ধ্যে হয়, রাত নামে ।

জানি, সে আমাকে চায়নি,
তার কোনো গান ভোলা যায়নি ।
আমার সঙ্গে থাক এই নিভতে থাকা দিনের আলো ।
আর রং মেশাক এই অসহায় বুকে ।

তাকে বলে দিও,
আমি নিজেকে লুকিয়ে আজও তাকেই ভালোবাসি ।
আমি নিজেকে আজও খুঁজেছি তার সুরে ।

তাকে বলে দিও,
যখন অর্ধমৃত মনের শরীর ছুঁয়ে আসি;
খুব লজ্জা পাই,
তাই থমকে গিয়েছি দূরে ।

আমি হাত বাড়াই, তবু সামলে যাই,
বলি নিজেকে-
আমি সান্ত্বনায় পেতে চাইছিনা কিছু আর ।

আমার আজীবন এই দিনযাপন যদি যায় ডেকে,
একা বাঁচবো তাই, ফিরে চাইবো না পিছু আর ।

বলে দিও, বলে দিও, বলে দিও তুমি তাকে ।
বলে দিও...

তাকে বলে দিও...



তাকে বলে দিও লিরিক্স:


Take bole diyo jeno atke na thake amar obhyase.
Arr bole diyo,
Take chaina amar pashe.

Take bole diyo,
Jokhon aajo brishti khunjechi meghla akashe,
Ami ekbaro take chaini amar pashe.

Ami thakte chai niye ekla mon,
Arr ekla desh.
326404665953066090

TRENDING NOW

326404665953066090