Suruchi Sangha Theme Song 2019 Lyrics

    Utsav Lyrics Shreya Ghoshal Suruchi Sangha Theme Song

    Song: Utsav
    Singer: Shreya Ghoshal
    Music: Jeet Gaanguli
    Lyrics: Mamata Banerjee (CM of West Bengal)
    Starring: Parambrata Chatterjee, Nusrst Jahan

    Utsav song is the theme song of Suruchi Sangha 2019 Durga Puja. This song is sung by Shreya Ghoshal. Lyrics penned by Chief Minister of West Bengal, Mamata Banerjee.

    Utsav Lyrics Shreya Ghoshal:


    উৎসবের অংগনে,
    আজ সবার আমন্ত্রণ ।
    উৎসবের অংগনে,
    আজ সবার আমন্ত্রণ ।

    উৎসবের শোভালোকে,
    আজ আলোকিত মন ।
    উৎসবের শোভালোকে,
    আজ আলোকিত মন ।

    উৎসবের অংগনে,
    আজ সবার আমন্ত্রণ ।

    ধর্ম বর্ণ কিবা বয়সের,
    সীমানা ছাড়িয়ে আজই ।
    প্রতি গৃহকোণ, পর ও স্বজন,
    নব সাজে হোক সাজি ।

    আকাশ নীলে মেঘের ভেলা,
    আনন্দ হয়ে ভাসে ।
    শিউলি সুরভী মিশে যায়,
    উৎসব উচ্ছ্বাসে ।
    উৎসব উচ্ছ্বাসে...
    উৎসব উচ্ছ্বাসে...

    উৎসবের অংগনে,
    আজ সবার আমন্ত্রণ ।
    উৎসবের অংগনে,
    আজ সবার আমন্ত্রণ ।

    মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ,
    প্রাণের এ উৎসবে ।
    অনাবিল এই আনন্দ হতে,
    কিবা বঞ্চিত রবে ।

    ধূপ প্রদীপের আলোর মালায়,
    সমারোহের ক্ষণে ।
    উৎসব আজ বেঁধেছে সবারে,
    মহা-মিল বন্ধনে ।
    মহা-মিল বন্ধনে...
    মহা-মিল বন্ধনে...

    উৎসবের অংগনে,
    আজ সবার আমন্ত্রণ ।
    উৎসবের অংগনে,
    আজ সবার আমন্ত্রণ ।

    উৎসবের শোভালোকে,
    আজ আলোকিত মন ।
    উৎসবের শোভালোকে,
    আজ আলোকিত মন ।

    উৎসবের অংগনে,
    আজ সবার আমন্ত্রণ ।

    উৎসব তোমার আমার সবার,
    উৎসব গর্ব বাংলার ।
    উৎসব গর্ব বাংলার...
    উৎসব গর্ব বাংলার...

    সুরুচি সংঘ থিম সং লিরিক্স উৎসব:


    Utsav er ongone,
    Aaj sobar amontron.
    Utsav er ongone,
    Aaj sobar amontron.

    Utsav er shobha loke,
    Aaj aalokito mon.
    Utsav er shobha loke,
    Aaj aalokito mon.

    Utsav er ongone,
    Aaj sobar amontron.

    Dhormo borno kiba boyoser,
    Simana chhariye aaji.
    Proti grihokon, por o swojon,
    Nobo saje hok saji.

    Akash neel a megher bhela,
    Anondo hoye bhase.
    Shiuli surabhi mishe jay,
    Utsav uchchhwase.