Sunyo Haat Lyrics Pratik

Sunyo Haat Lyrics Pratik Kundu

Song: Sunyo Haat
Singer, Music & Lyrics: Pratik Kundu
The Bong Studio Originals

Sunyo Haat song is sung, composed & written by Pratik Kundu.

Sunyo Haat Lyrics in Bengali by Pratik:


চুপ করে বসে ঘরের কোণে ।
আনমনে তোমার টেলিফোনে ।
হারিয়ে যাওয়া রূপকথারই দেশে,
তবে বাস্তবেতেই ফিরে আসা শেষে ।

এলোমেলো এই কোন ঝড়,
এলো এক রাতে ।
ভেঙেচুরে গেল স্বপ্নের ঘর,
আমি ব্যস্ত সাজাতে ।

স্বপ্নের মেইন রোড ফুটপাত,
তোমার হাতেই আমার হাত ।
নেশাতুর রাত শেষে ঘরে ফেরা,
নিয়ে শূন্য হাত ।

নিয়ে শূন্য হাত
নিয়ে শূন্য হাত...

হাসিমুখে কান্না কে লুকিয়ে,
তোর গলিতেই বারেবারে গিয়ে,
দুমড়েমুচড়ে স্বপ্নগুলো কে খোঁজা,
তবে সব শেষে নিজেকেই ভুল বোঝা ।

আর দেরি নেই, উঠবে সূর্য,
এ মন বোঝেনা ।
এদিক ওদিক, আমার দুচোখ
তোকে ছাড়া কিছু খোঁজে না ।

আজও রয়েছে খালি ফুটপাত,
নেই তোর হাতেই আমার হাত ।
নেশাতুর রাত শেষে ঘরে ফেরা,
নিয়ে শূন্য হাত ।

নিয়ে শূন্য হাত
নিয়ে শূন্য হাত...

শূন্য হাত গানের লিরিক্স:


Chup kore bose ghawrer kone.
Anmone tomar telephone a.
Hariye jawa rupkothari deshe,
Tobe bastobetei phire asa sheshe.

Elomelo ei kon jhawr,
Elo ek raate.
Bhenge chure gelo swopner ghawr,
Ami byasto sajaatey.

Swopner main road footpath,
Tomar haatei amar haat.
Neshatur raat sheshe ghawre phera,
Niye sunyo haat.
326404665953066090

TRENDING NOW

326404665953066090