Roye Jacche Tor Resh Lyrics

Roye Jacche Tor Resh Lyrics

Song: Roye Jacche Tor Resh
Vocal, Music & Lyrics: Neeharika Nandy
The Bong Studio Originals

Roye Jacche Tor Resh song is sung, composed and written by Neeharika Nandy. Roye Jachhe Tor Resh Lyrics.

Roye Jacche Tor Resh Lyrics in Bengali:


ঘুম জড়ানো এই কলকাতাতে
মনকে সামলে এই দু'হাতে
পথ চলেছি একা, কার খোঁজে?

উথালপাথাল বিছানাতে
হাতরে চলি মধ্যরাতে
তোর ছোঁয়ারই আবেশ চোখ বুজে ।

কেনো শিৎকার মাখা হোয়াটসঅ্যাপে
রয়ে যাচ্ছে তোর রেশ ।
কেন বারবার মুখ ফেরালেও,
কাটছে না অভ্যেস ।

জানি আর পিছু ডাকবে না,
তোর গলির অন্ত্যমিল ।
জানি এই চাপা দীর্ঘশ্বাস
খুঁজে নেবে নিকোটিন ।

জানি তোর আদরের সাথে
জানি তোর এই অবজ্ঞাতে
মিশে আছে কাছু বাধ্যতার দলিল ।

কেন সব শেষ হতে হতে
আজ হচ্ছে না ঠিক শেষ।
কেন জীবনের চোরাগলিতে
হারানোটাই অভ্যেস ।

রয়ে যাচ্ছে তোর রেশ লিরিক্স:


Ghum jorano ei kolkata te
Mon ke samle ei du haate
Poth cholechhi eka, kar khonje?

Uthal pathal bichhanate
Haatre choli modhyo raate
Tor chonwar e abesh chokh buje.

Keno sheetkar makha whatsapp a
Roye Jacche Tor Resh.
Keno barbarr mukh pheraleo
Katchhe na ovyesh.
326404665953066090

TRENDING NOW

326404665953066090