Please Samle Nish Lyrics

Please Samle Nish Lyrics

Song: Please Samle Nish
Singers: Pratik & Sudeshna
Music & Lyrics: Pratik


Please Samle Nish song is sung by Pratik & Sudeshna. Music composed by Pratik. The Bong Studio Originals present this song. Please Samle Nish Song Lyrics. Please Samle Nish Lyrics Bangla.

প্লিজ সামলে নিস গানটি হল প্রতীক ও সুদেষ্ণার গাওয়া। গানটির সুরকার ও কথাকার হলেন প্রতীক। প্লিজ সামলে নিস লিরিক্স।

Please samle nish lyrics in Bengali:


জানিস এই মনটা,
আর আমার নেই;
শুধু তোর কথা বলে।
কোনো অচেনা দেশের,
অচেনা পথ;
তোর সাথে গেছে চলে।

সেভাবেই আমিও যাই হারিয়ে,
বারেবারে ফিরে তাকালে।
আর পাচ্ছি ভয় তোকে হারানোর,
তুই চোখের আড়াল হলে।

ক্ষণিকের আলাপে মন ভরে না।
তোর দিকে তাকালে, চোখ সরে না।
ক্ষণিকের আলাপে মন ভরে না।
তোর দিকে তাকালে, চোখ সরে না।
একি মায়াজালে বেঁধে দিলি রে বল।

তোকে ছাড়া আর,
কি আছে আমার।
তুই সাথে সাথে থাক,
আর হাতে হাত রাখ।

তোকে ছাড়া আর,
কি আছে আমার।
তুই সঙ্গে সঙ্গে চল,
আর সামলে নিবি বল।

যেই ছুঁলি গোপনে,
আমিও হারিয়ে গেলাম।
দূর দেশে সীমানায় পা,
আমিও বাড়িয়ে দিলাম।

বাজে অভ্যাসের, তুই বারণ।
আর আমার হাসি, তুই কারণ।
কেনো সব কথায় অকারণ,
তোকে ছুঁতে চাওয়া।

তোর সাথে দেখা অঞ্জলীতে,
গল্পটা শাড়ি পাঞ্জাবীতে।
হাতে হাত রেখে হারিয়ে যাওয়া।

জানিস, আমি ইচ্ছে করে
খুব রাগ দেখায়,
তুই মানিয়ে নিবি বলে।
জানিস, আমি অকারণে
খুব কষ্ট পাই,
তুই কাছে টেনে নিবি বলে।

জানিস এই মনটা,
আর আমার নেই;
শুধু তোর কথা বলে।
কোনো অচেনা দেশের,
অচেনা পথ;
তোর সাথে গেছে চলে।

ক্ষণিকের আলাপে মন ভরে না।
তোর দিকে তাকালে, চোখ সরে না।
ক্ষণিকের আলাপে মন ভরে না।
তোর দিকে তাকালে, চোখ সরে না।
একি মায়াজালে বেঁধে দিলি রে বল।

তোকে ছাড়া আর,
কি আছে আমার।
তুই সাথে সাথে থাক,
আর হাতে হাত রাখ।

তোকে ছাড়া আর,
কি আছে আমার।
তুই সঙ্গে সঙ্গে চল,
আর সামলে নিবি বল।

প্লিজ প্লিজ সামলে নিস।
তুই আজ আমায় প্লিজ সামলে নিস।
প্লিজ প্লিজ সামলে নিস।
তুই আজ আমায় প্লিজ সামলে নিস।
প্লিজ...


প্লিজ সামলে নিস লিরিক্স:


Janis ei monta arr amar nei.
Shudhu tor kotha bole.
Kono ochena desher ochena poth,
Tor sathe gechhe chole.

Sebhabei amio jai hariye,
Barebare phire takale.
Arr pachchhi bhoy toke haranor,
Tui chokher araal holey.

Please please samle nish.
Tui aaj amai please samle nish.
326404665953066090

TRENDING NOW

326404665953066090