Nischup Nirobota Lyrics

Nischup Nirobota Lyrics Tahsan Khan

Song: Nischup Nirobota
Singer, Music, Lyrics: Tahsan Khan
Cast: Apurbo & Tania Bristy
Label: G Series

Nischup Nirobota song is sung, composed & written by Tahsan Khan.

Nischup Nirobota Lyrics in Bengali:


নিশ্চুপ নিরবতা,
খোলা অতীতের পাতা ।
ঘুণে ধরা মলাটের,
পরতে পরতে ধুলোমাখা ।
আমার জমে থাকা কত কথা ।

কত মতাদর্শে অবুঝ সেজেছি
কত প্রলোভনের মায়ায় মুছেছি

সবটুকু ত্যাগ আমি মেনে নিতে পারি
বিশ্বাস মোর বিশালতায় ।
তবে কিসের খোঁজে নিশ্চুপ নিরবতা এলে
ফিরে যাই স্মৃতির পাতায় ।
যন্ত্রমানব হয়ে দিনের কর্ম শেষে
ফিরি যখন আঙিনায় ।
কিসের খোঁজে নিশ্চুপ নিরবতা এলে
ফিরে যাই স্মৃতির পাতায় ।

উর্বর সমতলে এখন আমার বিচরণ
অতীতের পাতায় কিছু শিকড়ের নিদর্শন
আমার না বলা কত কথা

নিশ্চুপ নিরবতা লিরিক্স তাহসান খান:


Nischup Nirobota,
Khola otiter paata.
Ghune dhora molater,
Porote porote dhulo makha.
Amar jome thaka koto kotha.

Koto motadorshe obujh sejechhi
Koto prolobhoner mayay muchhechhi

Sobtuku tyag ami mene nitey pari
Biswash mor bishalotay.
Tobe kiser khonje nischup nirobota eley
Phirey jaay smritir paatay.
326404665953066090

TRENDING NOW

326404665953066090